কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল মিনিবাস ও ওষধবোঝাই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১০ জন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের আলীপুর (লাল ব্রিজ সংলগ্ন) আরএফএল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই ভেনুদাশ ও হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দক্ষিণ হাসিমপুর বড়পাড়া গ্রামের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মাংস ব্যবসায়ী বশির আহমদ (৩৫), চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদুল আলীর মেয়ে রুবিদা আকতার (২৬) ও চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার নুরুল আমিনের ছেলে আবদু শুক্কুর মুন্না (৪০)।
চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই ভেনুদাশ ও হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. ফারুক আরও জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং অংশের লাল ব্রিজের নিকটবর্তী এলাকায় কক্সবাজারমুখী স্কয়ার কোম্পানির ঔষধভর্তি কাভার্ডভ্যানের সঙ্গে চকরিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী একটি ঈগল মিনিবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠিয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
আহতদের মধ্যে ঈগলের চালক আবদুল মান্নানের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সিরাজুম মুনির।
তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থল ও হাসপাতালে হতাহতের দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফকরুল ইসলাম।
মন্তব্য করুন