কক্সবাজার-টেকনাফ মহাসড়কে পায়রা সার্ভিস নামের একটি টুরিস্ট বাসের ধাক্কায় দুজন পথচারী রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টেকনাফের লেদা বিজিবি ক্যাম্পের কাছে ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নুরুল আজিম বাবু নামের এক স্থানীয় প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফগামী পায়রা সার্ভিস নামের একটি টুরিস্ট বাসকে দ্রুত গতি আসতে দেখা গেছে। পরে লেদা ব্রিজের পাশে ৭ থেকে ৮ বছর বয়সী দুজন রোহিঙ্গা শিশু রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুত গতি আসা পায়রা সার্ভিস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশু দুজন নিহত হয়। ওই বাসের যাত্রী সবাই টুরিস্ট ছিলেন।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মো. কাইয়ুম চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন