চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল চুরির সময় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের হাসপাতাল এলাকা থেকে ওই দুজনকে আটক করে স্থানীয় লোকজন। সঙ্গে থাকা আরও একজন পালিয়ে গেছেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুজন হলেন- মহেশপুর উপজেলার ষড়াতলা গ্রামের মো. সাকিব হোসেন (৩০) ও বজড়াপুর গ্রামের মো. শাকিল হোসেন (২৬)।
স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেল বাড়ির বাইরে রেখেছিলেন মো. অনিক হাসান। তিনি ঘরে ছিলেন। এই ফাঁকে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই তিনজন। টের পেয়ে স্থানীয় লোকজন তাড়া করলে একজন পালিয়ে যান। বাকি দুজনকে ধরে বেঁধে ফেলেন স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
মোটরসাইকেলের মালিক মো.অনিক হাসান বলেন, ‘আমি মোটরসাইকেল রেখে বাসার মধ্যে একটু কাজ শেষে করে ফিরে এসে দেখি আমার গাড়ি নেই। রাস্তায় এসে দেখি দুজন আমার মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করছে। তখন স্থানীয় লোকজন তাদের আটক করে।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মোটরসাইকেল চুরির সময় জনতা দুজনকে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন