বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
ওয়াহিদুর রহমান রুবেল, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

ঘুমধুম সীমান্তে মিলছে একের পর এক মর্টারশেল

তুমব্রু সীমান্তে উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টারশেল। ছবি : পুরনো
তুমব্রু সীমান্তে উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টারশেল। ছবি : পুরনো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে একের পর এক উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত মর্টারশেল। সর্বশেষ শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুমের তুমব্রু পশ্চিমকুল এলাকা থেকে আরও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গেল তিন দিনে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনটি মর্টারশেল।

একের পর এক মর্টারশেল উদ্ধার হওয়ার কারণে আতংক দেখা দিয়েছে স্থানীয়দের মনে। হঠাৎ করে এসব মর্টারশেল কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আতংক হওয়ার কিছু নেই।

তথ্য মতে, গেল বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকা থেকে একটি এবং শুক্রবার দুপুরে তুমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধানক্ষেতে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়। সর্বশেষ শনিবার বিজিবি ক্যাম্পের কাছাকাছি ব্রিজ থেকে একটিসহ মোট ৩টি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়। মিয়ানমার থেকে ছোঁটে আসা অবিস্ফোরিত আরো মর্টারশেল থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয়রা জানিয়েছেন, এই মর্টার শেলগুলো মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ফেলে রেখে দিয়েছে অথবা বাংলাদেশে অনুপ্রবেশকারী বিজিপি সদস্যদের লক্ষ্য করে আরকান আর্মির ছোঁড়া অবিস্ফোরিত মর্টারশেল হতে পারে। জমিতে চাষ করতে গিয়ে একের পর এক মর্টারশেল দেখতে পাচ্ছে। আর খবর পেয়ে বিজিবি নিজেদের আয়ত্বে নিচ্ছে মর্টারশেলগুলো। ইতোমধ্যে উদ্ধার হওয়া একটি মর্টার শেল ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম জাহঙ্গীর আজিজ।

তিনি বলেন, সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির কারণে এতদিন মাঠে যেতে পারেননি কৃষকরা। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি কমে আসায় চাষে নামতে শুরু করেছে কৃষকরা। মূলত জমিতে চাষ করতে গিয়ে এসব মর্টারশেলের সন্ধান পেয়ে বিজিবিকে খবর দিচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার মানুষ গোলাগুলির শব্দে অভ্যস্ত হয়ে পড়ছে। তবে মর্টারশেল উদ্ধার হওয়ার পর নতুন করে আতংক দেখা দিয়েছে।

সাইফুল ইসলাম তুহিন নামে স্থানীয় যুবক বলেন, গোলাগুলির মুখে টিকতে না পেরে বিজিপির সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে আরকান আর্মিদের লক্ষ্য করে গুলি করে। আরকান আর্মিও তাদের লক্ষ্য করে গুলি এবং মর্টারশেল নিক্ষেপ করেছে। যা ইতিপূর্বে আমাদের বিভিন্ন বাড়িতে গুলি ও মর্টারশেল এসে পড়েছে। অবিস্ফেরিত মর্টার শেলগুলো হয়তো অনুপ্রবেশকারী বিজিপি সদস্যকে লক্ষ্য করে ছোঁড়া। সীমান্তের কাছাকাছি চাষের জমিতে আরও গোলা, রকেট লঞ্চার ও মর্টারশেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির আইসি মাহফুজুল ইমতিয়াজ ভূঁয়া বলেন, সীমান্ত এলাকা বিজিবির নিয়ন্ত্রণে থাকে। মর্টারশেল পড়ে থাকার খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে সবক’টি নিজেদের হেফাজতে নেয়। ইতোমধ্যে একটি নিষ্কৃয় করা হয়েছে। আরও দুটি এখনো তাদের হেফাজতে রয়েছে। ওপারে এখন গোলাগুলি কমেছে। আমাদের এখনে আতংক কমেছে। তবে মর্টারশেল উদ্ধারের পর স্থানীদের মাঝে কিছুটা আতংক দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১০

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১১

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১২

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৩

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৪

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৫

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৬

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৭

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৯

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

২০
X