কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক যেন মরণফাঁদ

কাপ্তাই সড়কের একটি ঝুঁকিপূর্ণ বাঁক। ছবি : কালবেলা
কাপ্তাই সড়কের একটি ঝুঁকিপূর্ণ বাঁক। ছবি : কালবেলা

রাঙামাটির পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা পর্যটনসমৃদ্ধ শহর হিসেবে পরিচিত হওয়ার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। বিশেষ করে দেশের অন্যতম কর্ণফুলী পেপার মিলস, কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র, বনশিল্প উন্নয়ন করপোরেশনের মতো নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে কাপ্তাইয়ে। পাশাপাশি বিভিন্ন নান্দনিক পর্যটন কেন্দ্র রয়েছে এই কাপ্তাইয়ে। যেখানে পর্যটকরা বিভিন্ন ছোট বড় বাস, মাইক্রোবাস, কার, মোটরসাইকেলযোগে কাপ্তাই উপজেলায় প্রবেশ করে। এ ছাড়া শত শত যানবাহনে চড়ে মানুষ প্রয়োজনে প্রতিদিন কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে আসেন। কিন্তু সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক রয়েছে। বিশেষ করে কাপ্তাই সড়কের ৭টি বাঁক চরম ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এসব বাঁক পেরিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে পদে পদে ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন সড়ক চারলেনে উন্নীত হলেও কাপ্তাই সড়কটি অদ্যাবধি দুই লেনে রয়ে গেছে। অনেক সময় সড়কের তুলনায় যানবাহনের চাপ বেড়ে যায় দ্বিগুণ। তখন সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে কাপ্তাইয়ের স্থানীয় বাসিন্দা মো. সুমন, রফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, কাপ্তাই সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো অনেক সময় চালকেরা বুঝতে পারেন না। অতিরিক্ত গতি নিয়ে আসার পর বাঁকগুলোতে ঘটে দুর্ঘটনা। এক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত গাড়িগুলো বেশি ঝুঁকিতে পড়ে। তাই এসব বাঁক চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানান।

কাপ্তাই সড়কের নিয়মিত চলাচলকারী বাসচালক জাকির হোসেন, সোনা মিয়াসহ একাধিক চালক বলেন, কাপ্তাই সড়ক অত্যন্ত সুন্দর। সড়কের কোথাও খানাখন্দ নেই। গাড়ি চালাতে বেশ আরামই লাগে। কিন্তু বেশ কয়েকটি বাঁক থাকার কারণে সড়কে নিরাপদে গাড়ি চালানো সম্ভব হয় না। বিশেষ করে উপজেলা সদর বড়ইছড়িতে বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক রয়েছে। নতুন কোনো চালক হলে এসব বাঁক পেরিয়ে গাড়ি চালাতে হিমশিম খেতে হয়। এ ছাড়াও সড়কের চিৎমরম এলাকায়ও বেশ কয়েকটি বাঁক রয়েছে। সব বাঁকই বেশ বিপজ্জনক। তবে সড়কের ৭টি বাঁক চরম ঝুঁকিপূর্ণ। এসব বাঁককে ঝুঁকিমুক্ত করার জন্য চালকরা যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

এ বিষয়ে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ সদস্য মো. সরোয়ার হোসেন জানান, কাপ্তাইয়ের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে প্রায় সময় চালকদের বিভিন্ন দুর্ঘটনার স্বীকার হতে হয়। বিশেষ করে মোটরসাইকেল চালকেরা বেশ ঝুঁকিতে থাকে। অনেক সময় নতুন চালকরা এই সড়কে গাড়ি চালাতে আসার পর সড়কের বাঁকগুলোতে স্প্রিড কন্ট্রোল করতে না পেরে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তাই চালকদের সচেতন করতে কাপ্তাই সড়কের এই বাঁকগুলোতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আকতার হোসেন মিলন জানান, কাপ্তাই সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে দ্রুত সময়ে কিছু সতর্কতামূলক চিহ্ন স্থাপন করা প্রয়োজন। বিশেষ করে যে বাঁকগুলো বেশি ঝুঁকিতে রয়েছে সেখানে প্রয়োজনে গ্লাসের বোর্ড বসানো দরকার। তাহলে বিপরীত দিক থেকে আসা যে কোনো যানবাহনের চালক সতর্ক হতে পারবে। আর তা ছাড়া সড়কের এই বাঁকে রাতের বেলায় যানবাহন চালানোর সময় দুর্ঘটনার আশংকা থাকে সবচেয়ে বেশি। তাই সড়কের মাঝে ডিজিটাল ডিভাইডার চিহ্নগুলো স্থাপন করা হলে চালকেরা সচেতন হবো। এতে দুর্ঘটনার আশংকাও কমবে।

এ বিষয়ে চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা কাপ্তাই সড়কে বেশ কয়েকটি ঝূঁকিপূর্ণ বাঁক থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ভবিষ্যতে কাপ্তাই সড়কটি ৪ লেনে উত্তীর্ণ করার পরিকল্পনা রয়েছে। তখন এ ঝুঁকিপূর্ণ বাঁকগুলোকে নিরাপদ করা হবে। তবে বর্তমানে কাপ্তাই সড়কে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে চালকদের সচেতনতার জন্য ঝুঁকিচিহ্ন বসানো হবে। সেইসাথে কাপ্তাই সড়কে চালকদের যতটা সম্ভব সাবধানতার সাথে যানবাহন পরিচালনা করার জন্য অনুরোধ জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসেই সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ

দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ

আ.লীগ নেতার সভাপতিত্বে বিএনপির কর্মিসভা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির নেতৃত্ব দেবেন ড. মোশাররফ

সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নির্বাচনসহ তিন ইস্যুতে রোডম্যাপের আহ্বান এনসিপির

স্ত্রীর সঙ্গে বিরোধ, জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

পৃথিবীর মায়া ত্যাগ করলেন অভিনেতা মুকুল দেব, বলিউডে শোকের ছায়া

জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি : ইনকিলাব মঞ্চ

সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি 

১০

১৩০০ মুসল্লিকে হজের বিশেষ আমন্ত্রণ সৌদি বাদশাহর

১১

সৌম্যকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ‘ডাক সম্রাট’ এখন সাকিব

১২

সিরিয়ার ওপর সব নিষেধাজ্ঞা তুলল যুক্তরাষ্ট্র

১৩

আজ পর্দা নামছে কান উৎসবের

১৪

‘আঙ্গর রাস্তাটা পাক্কা কইরা দিলে সরকারের কি অই?’ 

১৫

দুঃখিত আমার কাছে কোনো বিমান নেই, ট্রাম্পকে আফ্রিকার প্রেসিডেন্ট

১৬

জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে : ডা. তাহের

১৭

বজ্রপাতে মারা গেল ৪৫ জন

১৮

এই মুহূর্তে দরকার অর্থবহ সংলাপ : জামায়াত আমির

১৯

মাদারীপুরে এনসিপি নেতা সিফাত / ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা

২০
X