ঝিনাইদহে র্যাবের অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ শামসুজ্জামান নামে সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শৈলকুপার শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তার শামসুজ্জামানের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ ওই বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শৈলকুপায় বেশকিছু অস্ত্র ব্যবসায়ী নিয়মিত অস্ত্র বেচাকেনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি দেশীয় পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী অস্ত্র বেচাকেনা করতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে তাকে হাতেনাতে ধরতে সক্ষম হই।
গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী শামসুজ্জামান কুষ্টিয়ার কুমারখালি থানার মনিরুজ্জামানের পুত্র।
মন্তব্য করুন