বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১০:১৪ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে বেঁধে টাকা আদায়, লজ্জায় দিনমজুরের আত্মহত্যা

পুলিশের হাতে গ্রেপ্তার দাদন ব্যবসায়ী গোলজার রহমান। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার দাদন ব্যবসায়ী গোলজার রহমান। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলীতে দাদন ব্যবসায়ী ও তার সহযোগীরা এক গৃহবধূকে ধরে নিয়ে মধ্যরাত পর্যন্ত বাঁশঝাড়ে বেঁধে রেখে টাকা আদায় করেছে। শনিবার (৮ জুলাই) বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পার রানীরপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লোকলজ্জায় ও ক্ষোভে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূর স্বামী আবদুল মালেক (৪০)। তিনি পেশায় দিনমজুর। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ওই দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তারের পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মৃত আবদুল মালেক ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি দিনমজুরি করে সংসার চালাতেন। রোববার (৯ জুলাই) সকালে মালেকের স্ত্রী রিমা বেগম বাদী হয়ে দাদন ব্যবসায়ী গোলজার রহমানসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে আবদুল মালেকের স্ত্রী রিমা বেগম একই গ্রামের দাদন ব্যবসাীয় গোলজার রহমানের কাছ থেকে ৩৬ হাজার টাকা ধার নেয়। টাকা নেওয়ার সময় দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, চেকের দুটি ফাঁকা পাতা ও ভোটার আইডি কার্ডের ফটোকপি বন্ধক রাখেন। চার মাসের ব্যবধানে ধার নেওয়া ৩৬ হাজার টাকা সুদে আসলে লক্ষাধিক হয়েছে দাবি করে তা পরিশোধের জন্য চাপ দিচ্ছিল দাদন ব্যবসায়ী গোলজার।

এলাকাবাসী জানান, দাদন ব্যবসায়ীর চাপের কারণে টাকার ব্যবস্থা করতে রিমা গত শনিবার গাবতলী সদর ইউনিয়নের উঞ্চুরখী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে বের হন। পথিমধ্যে দাদন ব্যবসায়ী গোলজার ও তার কয়েক সহযোগী রাস্তায় তাকে একা পেয়ে ধর ধর বলে ধাওয়া করে। ভয়ে তিনি দৌড়ে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেই বাড়ির ভেতরে ঢুকে দাদন ব্যবসায়ী ও তার সহযোগীরা তাকে (রিমাকে) ধরে নিয়ে গিয়ে একটি বাঁশঝাড়ে বেঁধে রাখে। এরপর দাদন ব্যবসায়ী রিমার বাড়িতে গিয়ে মালেককে টাকা দিয়ে স্ত্রীকে ছাড়িয়ে নিতে বলে। না হলে তার স্ত্রীকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে টাকা আদায় করবে বলে হুমকি দেয়। রিমাকে বেঁধে রাখার বিষয়টি তার বাবার বাড়ির লোকজন জানতে পেরে রাত ২টার দিকে ৭৫ হাজার টাকা দিয়ে মেয়েকে ছাড়িয়ে নিয়ে যান।

এদিকে দাদন ব্যবসায়ীরা স্ত্রীকে বেঁধে রেখে অপমান করায় লজ্জা ও ক্ষোভে ওই রাতেই মালেক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রোববার সকালে এই সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। দাদন ব্যবসায়ী গোলজারসহ তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে মালেকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। একইসঙ্গে অভিযান চালিয়ে দাদন ব্যবসায়ী গোলজারকে গ্রেপ্তার করে।

গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার কালবেলাকে জানান, আবদুল মালেকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় রিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গোলজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট

মায়ামিতে হতে যাচ্ছে লা লিগার ম্যাচ!

বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে : চরমোনাই পীর

আওয়ামী সংশ্লিষ্টতা বিতর্কে বিসিবি থেকে বাদ ইসফাক আহসান

সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক

বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন আমিনুল

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

১০

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

১১

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

১২

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৩

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৪

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

১৫

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

১৬

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

১৭

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১৮

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার / এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১৯

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

২০
X