বগুড়ায় শাজাহানপুরের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কে বীরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদরের আল আমিন ওরফে মানিক (৩৯), কুড়িগ্রাম সদরের কুদ্দুস মিয়া (৩৭) এবং কুড়িগ্রামের উলিপুরের নুর ইসলাম (২২)।
এদের মধ্যে আল আমিন এবং কুদ্দুস ট্রাকচালক এবং নুর ইসলাম ট্রাকের হেলপার ছিলেন।
বগুড়া শাজাহানপুর থানার উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, সকালে বীরগ্রাম এলাকায় নাটোরগামী বালুবাহী ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী কয়লাবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, দুই ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন