চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তালসারী গ্রামের মোড়ে পিকনিকের বাসের ধাক্কায় মফিজ উদ্দিন (৬৪) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
নিহত মফিজ উদ্দিন দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মরহুম তৈয়ব আলীর ছেলে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পিকনিকের বাসটি নড়াইল জেলা থেকে মেহেরপুর জেলার মুজিবনগরের উদ্দেশে যাচ্ছিল। বাসটি চিহ্নিত করা গেলেও বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মফিজ উদ্দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে তালসারী গ্রামে ফসলের মাঠে যাচ্ছিলেন। ঘটনার সময় তালসারী মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি পিকনিকের বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন