পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের ধাক্কায় সুমন ইসলাম (২৮) নামের এক বাসচালক নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলার ফার্মগেটসংলগ্ন দোসীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন ইসলাম তয়েজ পরিবহন লিমিটেডের দেবীগঞ্জ-ঢাকা রুটের বাসচালক ছিলেন। উপজেলার পামুলী ইউনিয়নের শান্তিরহাট মাঝাডোবা এলাকার বাসিন্দা তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে দেবীগঞ্জ বিজয় চত্বর আসে। দেবীগঞ্জের যাত্রীদের নামিয়ে দিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিল। পথে পঞ্চগড়গামী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বাসের চালক সুমন ইসলাম। পরে বাসের সহকারী ও স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করা হয়েছে। ট্রাকটি শনাক্ত করার কাজ চলছে।
মন্তব্য করুন