ঢাকার ডেমরায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোছা. মনি বেগম (২৮) ও মো. মাহাবুর আলম (৩৫) নামে আপন ভাইবোনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (রমনা সার্কেল)।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ডেমরার মুসলিম নগর আমান সিটি রোড এলাকার অভ্যন্তরীণ সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তল্লাশি করে তাদের সঙ্গে থাকা ট্র্যাভেল ব্যাগ থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এসময় গাঁজা সরবরাহের কাজে ব্যবহার করা একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেপ্তাররা গাইবান্ধার সাঘাটা থানার সাঘাটা ৬নং ইউপির মো. আব্দুল মালেকের সন্তান।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (রমনা সার্কেল) পরিদর্শক মো. হেলাল উদ্দিন ভূঁইয়া দৈনিক কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অবস্থান নেই। এসময় গাঁজা সরবরাহের কাজে ব্যবহার করা গাড়িসহ আমরা আপন ভাইবোনকে আটক করি। পরে ডেমরা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ তাদের আদালতে পাঠায়। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন