নড়াইলের লোহাগড়ায় পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মধুমতী নদীর পাড়ের করফা গ্রামে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সেনাপ্রধান এ উদ্বোধন করেন। মসজিদটির নাম দেওয়া হয়েছে ‘আল হুদা মসজিদ’।
এ দিন সেনাপ্রধান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (পিবিআরএলপি) কর্তৃক নবনির্মিত নড়াইল রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি এবং বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করেন।
এ ছাড়া তিনি মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন। পরে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘লোহাগড়া উপজেলার করফা গ্রাম আমার বাপ-দাদার ভিটা। ১৯৭১ সালে আমি ছোট ছিলাম। যুদ্ধের সময় আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওই সময় যারা আমাদের পরিবারের পাশে ছিলেন তাদের আমি ও আমার পরিবার কোনো দিন ভুলে যাব না।’
নবনির্মিত আল হুদা মসজিদের পাশে একটি মাদ্রাসা ও একটি কবরস্থান নির্মাণের প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান।
এ সময় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়, মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুর রহমান সহিদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন