সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষা চলাকালে বই ফটোকপি করার দায়ে মো. রুবেল রানা নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রুবেল রানা (২৫) চৌহালী উপজেলার পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে।
এর আগে উপজেলার খাষ কাউলিয়া হাসপাতাল মোড়ে কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়।
ইউএনও মাহবুব হাসান বলেন, এখনকার দিনে পরীক্ষায় নকল কাম্য হতে পারে না। রুবেল নামের ওই ছেলেটি কম্পিউটার দোকানে বই ফটোকপি করে পরীক্ষার হলে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য করুন