শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমার সীমান্তে আবারও গুলি-বোমার শব্দ, হেলিকপ্টার ঘিরে আতঙ্ক

বাংলাদেশে-মিয়ানমার সীমান্ত। পুরোনো ছবি
বাংলাদেশে-মিয়ানমার সীমান্ত। পুরোনো ছবি

মিয়ানমারের অভ্যন্তরে আবারও সংঘাত তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কয়েক দিন শান্ত থাকার পর নাইক্ষ্যংছড়ির তুমব্রু এবং টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সীমান্তের ওপার হঠাৎ গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা গেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে গুলির শব্দ ভেসে এলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর পর্যন্ত টানা গোলাগুলি চলে। এরপর থেমে থেমে মর্টাল শেলের বিস্ফোরণের শব্দ ভেসে আসে।

স্থানীয়রা জানান, মিয়ানমারের অভ্যন্তরে হেলিকাপ্টার থেকে গুলি-বোমা ছোঁড়া হচ্ছে। গুলির শব্দে ক্ষেতে কাজ করা কৃষক ও দিনমজুররা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।

তবে উখিয়া সীমান্ত এখনো শান্ত রয়েছে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে মিয়ানমারের আরকান রাজ্য শিগগিরই জান্তা বাহিনী থেকে মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। গত ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে তারা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ এই তথ্য জানিয়েছে।

তথ্য মতে, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের চৌকিগুলো বিদ্রোহীদের দখলে যাওয়ায় জান্তা বাহিনীর সদস্যরা মংডুর দিকে পালিয়েছে। বিদ্রোহীরা এসব এলাকা দখলে নিয়ে মংডু শহর দখলে নিতে সেদিকে ছুটছে। এতে সীমান্ত এলাকায় সংঘর্ষ অনেকাংশ কমে আশায় গুলির শব্দ কমছে। ফলে কয়েক দিন ধরে সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটে। তারা সীমান্তঘেঁষা ক্ষেতে কাজ শুরু করেন।

তুমব্রু নদীর ধারে শীতকালীন সবজি ক্ষেতে কাজ করা কৃষক আবদুল জব্বার বলেন, গুলির শব্দ ভেসে আসার পর আমরা মাঠ ছেড়ে দ্রুত বাড়িতে আশ্রয় নিয়েছি। তবে বিকেলের পর আর গুলির শব্দ পাইনি। তারপরও আমাদের মনে আতঙ্ক রয়ে গেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, টানা কয়েক সপ্তাহ ঘুমধুম-তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমারের মংডুতে থেমে থেমে গোলাগুলি ও গোলাবর্ষণের আওয়াজ শোনা গেলেও কয়েক দিন ধরে সীমান্তে কোনো অস্থিরতা বা গোলাগুলির খবর পাওয়া যায়নি। আজ (শুক্রবার) আবারও গুলির শব্দ পেয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

টেকনাফ হোয়াইক্যং ঝিমংখালী এলাকার নুর হোসেন বলেন, দুপুর ১২টার দিকে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের বিকট শব্দ ভেসে আসে। কী কারণে আবারও গোলাগুলি হচ্ছে তা বুঝতে পারছি না। তবে ধারণা করছি, বেদখল হওয়া চৌকি উদ্ধারে এ হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১০

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১১

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১২

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৩

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৪

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৫

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৬

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৭

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৮

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

১৯

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

২০
X