কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন দেখাতে কূটনীতিকদের নিয়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী

৩৪ জন কূটনীতিককে নিয়ে রেলে চড়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
৩৪ জন কূটনীতিককে নিয়ে রেলে চড়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

প্রকৃতি উপভোগ করতে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিককে রেলে চড়ে কক্সবাজারে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেনে বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারে এসে পৌঁছান তারা। পরে রেলস্টেশনে রাখাইন নৃত্যসহ নানা ঐতিহ্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, কক্সবাজার পৌর যুবলীগ সভাপতি ডালিম বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহেদ এমরান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা, পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসাডরস আউটরিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশনপ্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য এ আউটরিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রাতে মেরিন ড্রাইভের ইনানী সী-পার্ল হোটেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা।

জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, চট্টগ্রাম থেকে টানেলসহ উন্নয়ন প্রকল্পগুলো দেখে বিশেষ ট্রেনে করে কক্সবাজারে এসেছেন পররাষ্ট্রমন্ত্রীসহ ৩৪ জন কূটনীতিক। তারা কক্সবাজারের উন্নয়ন প্রকল্প, রামু বৌদ্ধ মন্দির এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন।

এর আগে চট্টগ্রাম রেলস্টেশনে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের সামর্থ্য জানান দিতে রাষ্ট্রদূতদের নিয়ে বঙ্গবন্ধু টানেল পরিদর্শন ও কক্সবাজার দর্শনে যাওয়া হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কক্সবাজারের সৌন্দর্য ও আমাদের সামর্থ্যের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে।

ড. হাছান মাহমুদ বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেলটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। ভারত, পাকিস্তান, নেপাল-ভুটান কোথাও নদীর নিচে টানেল নেই। বিদেশি রাষ্ট্রদূতরা যাতে আমাদের দেশকে জানেন, আমাদের দেশে কী ধরনের উন্নয়ন হচ্ছে তা দেখাতে তাদের ঢাকার বাইরে নিয়ে আসা হয়েছে। এটি আমাদের কক্সবাজারে প্রথম ট্রেন ভ্রমণ, যা আমাদের উন্নয়নের প্রতীক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইনের সমীক্ষা হয়েছে ব্রিটিশ আমলে। কিন্তু দোহাজারীর পর তা আর এগোয়নি। এ জনপদের মানুষ ১২৫ বছর আগে যে স্বপ্ন দেখেছে, শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নাই : জামায়াত আমির

রিয়ার সহজ স্বীকারোক্তি

ভূগর্ভস্থ ফাটলরেখা বা ফল্টলাইন কী, ভূমিকম্পের সঙ্গে এর সম্পর্ক কী?

‘দল তৈরি করতে পারে কোচ, কিন্তু খেলতে হবে খেলোয়াড়দেরই’

সরবরাহ বাড়লেও কমছে না সবজির দাম

বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

আইবিএর পরীক্ষা দিয়ে আজ থেকে শুরু হচ্ছে ঢাবির ভর্তিযুদ্ধ

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

১০

বিপিএল: একের পর এক চমক ঢাকার, এবার দিল নতুন ঘোষণা

১১

জুমার দিন মসজিদে গিয়ে ভুলেও যে ২ কাজ করবেন না

১২

পাবনায় সংঘর্ষ, পরিচয় মিলল অস্ত্র হাতে ভাইরাল যুবকের

১৩

আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলা, আহত ১০

১৪

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন 

১৫

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৬

দ্বিতীয় ধাপে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা 

১৭

কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ : প্রেস সচিব 

১৮

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

১৯

কিছু ক্ষেত্রে মেয়েদের দিক থেকে ভুল হয়: মমতা শঙ্কর

২০
X