স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুই ওভারে দুই হ্যাটট্রিক! ক্রিকেটারের অবিশ্বাস্য কীর্তি

আলোচিত সেই ক্রিকেটার কিশোর কুমার।  ছবি : সসংগৃহীত
আলোচিত সেই ক্রিকেটার কিশোর কুমার। ছবি : সসংগৃহীত

এক ম্যাচে দুই ওভারে দুই হ্যাটট্রিক—শোনাতেই অবিশ্বাস্য! অথচ এই কীর্তিই গড়ে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন যুক্তরাজ্যের ক্লাব ক্রিকেটার কিশোর কুমার সধক। ইপসউইচের বাসিন্দা এই স্পিনার গত ৫ জুলাই টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপের ডিভিশন সিক্সের ম্যাচে এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন।

ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে খেলা সধক কেসগ্রেভের বিপক্ষে বল হাতে নেমেই তাণ্ডব শুরু করেন। প্রথমে ব্যাট করতে নামা কেসগ্রেভ ১২০ রানে ৩ উইকেট হারিয়ে ভালো অবস্থানে ছিল। ওপেনার উদয় মুনিরত্নম তখন অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন।

ঠিক তখনই সধকের জাদু শুরু। পরপর দুই ওভারে দুটি হ্যাটট্রিক নিয়ে বাকি ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন তিনি। একে একে পল ক্যানড্রিক, জেক থম্পসন, চিরান রেড্ডি, জ্যাক উইন, প্যারি মিনহাস ও ডিলান কার্টারকে ফেরান সধক। এর মধ্যে পাঁচজনকেই বোল্ড করে সাজঘরে পাঠান। জেক থম্পসনকে আউট করতে সহায়তা করেন আরজুন প্রভু, ক্যাচ নিয়ে। শেষ ব্যাটসম্যান জসকারণ সিংকে রানআউটের মাধ্যমে ফিরিয়ে দেন সধক।

সধকের বোলিং ফিগার ছিল ৬ ওভারে ২০ রানে ৬ উইকেট। কেসগ্রেভ থেমে যায় ১৩৮ রানে, টম ওয়েব ৫৬ রানে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে দলের জয়ে ব্যাট হাতেও অবদান রাখেন সধক। ১৪ রান করেন তিনি, মেরেছেন দুটি চার এবং একটি ছক্কা। ২১ ওভারেই লক্ষ্য টপকে যায় ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব।

ম্যাচ শেষে বিবিসি এসেক্সের ‘অ্যারাউন্ড দ্য উইকেট’ অনুষ্ঠানে সধক বলেন, ‘যখন দেখলাম শেষ উইকেটটি বোল্ড হয়ে গেল, মনে হলো আমি আকাশে উড়ছি। এটা একদমই অবিশ্বাস্য অনুভূতি।’

তিনি আরও যোগ করেন, ‘ম্যাচ শেষে প্রচুর ফোন পাই, সবাই অভিনন্দন জানায়। পরে আমরা রেস্টুরেন্টে গিয়ে দুই-আড়াই ঘণ্টা আনন্দ করেছি, খাবার খেয়েছি, মজা করেছি। এটা আমার জীবনের এক স্মরণীয় দিন।’

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে দুইবার হ্যাটট্রিকের নজির আছে। ২০১৭ সালে শেফিল্ড শিল্ডে মিচেল স্টার্ক এবং ১৯১২ সালে জিমি ম্যাথিউজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন। তবে তাদের ক্ষেত্রে হ্যাটট্রিকগুলো ছিল দুই ইনিংসে বিভক্ত। সেদিক থেকে এক ইনিংসে দুই ওভারে সধকের এই অভাবনীয় কীর্তি অনন্য।

এই বিশেষ দিনটির পর সধক শুধু ক্লাবের নন, সারা ক্রিকেট দুনিয়ার কাছেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সত্যিই, এমন দিনে কোনো ক্রিকেটারই নিজেকে ‘আকাশে উড়ছে’ না বলে কি পারে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান

শ্বশুরের বিচারপতি হওয়া নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন সারজিস

কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আইইবির

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

জবি বাংলা বিভাগের এক শিক্ষককে বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

ছোট পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

অবৈধ মোবাইল দিয়ে বন্দিরা আমাকে কল করেন : কারা মহাপরিদর্শক

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ 

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে রকমারি ডটকম, বেতন ৩০ হাজার

১১

জীবিকার তাগিদে বের হয়ে প্রাণ হারালেন রফিকুল

১২

হঠাৎ অসুস্থ একই স্কুলের ২২ ছাত্রী

১৩

কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হচ্ছে : সালাহউদ্দিন 

১৪

দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

১৫

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলাকারীদের কী সাজা হতে পারে

১৬

গকসু নির্বাচন : প্রথম দিনে ১৩টি মনোনয়নপত্র বিতরণ

১৭

ববির আবেগঘন পোস্ট

১৮

খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৯

প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে : এনবিআর চেয়ারম্যান

২০
X