স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুই ওভারে দুই হ্যাটট্রিক! ক্রিকেটারের অবিশ্বাস্য কীর্তি

আলোচিত সেই ক্রিকেটার কিশোর কুমার।  ছবি : সসংগৃহীত
আলোচিত সেই ক্রিকেটার কিশোর কুমার। ছবি : সসংগৃহীত

এক ম্যাচে দুই ওভারে দুই হ্যাটট্রিক—শোনাতেই অবিশ্বাস্য! অথচ এই কীর্তিই গড়ে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন যুক্তরাজ্যের ক্লাব ক্রিকেটার কিশোর কুমার সধক। ইপসউইচের বাসিন্দা এই স্পিনার গত ৫ জুলাই টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপের ডিভিশন সিক্সের ম্যাচে এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন।

ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে খেলা সধক কেসগ্রেভের বিপক্ষে বল হাতে নেমেই তাণ্ডব শুরু করেন। প্রথমে ব্যাট করতে নামা কেসগ্রেভ ১২০ রানে ৩ উইকেট হারিয়ে ভালো অবস্থানে ছিল। ওপেনার উদয় মুনিরত্নম তখন অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন।

ঠিক তখনই সধকের জাদু শুরু। পরপর দুই ওভারে দুটি হ্যাটট্রিক নিয়ে বাকি ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন তিনি। একে একে পল ক্যানড্রিক, জেক থম্পসন, চিরান রেড্ডি, জ্যাক উইন, প্যারি মিনহাস ও ডিলান কার্টারকে ফেরান সধক। এর মধ্যে পাঁচজনকেই বোল্ড করে সাজঘরে পাঠান। জেক থম্পসনকে আউট করতে সহায়তা করেন আরজুন প্রভু, ক্যাচ নিয়ে। শেষ ব্যাটসম্যান জসকারণ সিংকে রানআউটের মাধ্যমে ফিরিয়ে দেন সধক।

সধকের বোলিং ফিগার ছিল ৬ ওভারে ২০ রানে ৬ উইকেট। কেসগ্রেভ থেমে যায় ১৩৮ রানে, টম ওয়েব ৫৬ রানে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে দলের জয়ে ব্যাট হাতেও অবদান রাখেন সধক। ১৪ রান করেন তিনি, মেরেছেন দুটি চার এবং একটি ছক্কা। ২১ ওভারেই লক্ষ্য টপকে যায় ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব।

ম্যাচ শেষে বিবিসি এসেক্সের ‘অ্যারাউন্ড দ্য উইকেট’ অনুষ্ঠানে সধক বলেন, ‘যখন দেখলাম শেষ উইকেটটি বোল্ড হয়ে গেল, মনে হলো আমি আকাশে উড়ছি। এটা একদমই অবিশ্বাস্য অনুভূতি।’

তিনি আরও যোগ করেন, ‘ম্যাচ শেষে প্রচুর ফোন পাই, সবাই অভিনন্দন জানায়। পরে আমরা রেস্টুরেন্টে গিয়ে দুই-আড়াই ঘণ্টা আনন্দ করেছি, খাবার খেয়েছি, মজা করেছি। এটা আমার জীবনের এক স্মরণীয় দিন।’

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে দুইবার হ্যাটট্রিকের নজির আছে। ২০১৭ সালে শেফিল্ড শিল্ডে মিচেল স্টার্ক এবং ১৯১২ সালে জিমি ম্যাথিউজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন। তবে তাদের ক্ষেত্রে হ্যাটট্রিকগুলো ছিল দুই ইনিংসে বিভক্ত। সেদিক থেকে এক ইনিংসে দুই ওভারে সধকের এই অভাবনীয় কীর্তি অনন্য।

এই বিশেষ দিনটির পর সধক শুধু ক্লাবের নন, সারা ক্রিকেট দুনিয়ার কাছেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সত্যিই, এমন দিনে কোনো ক্রিকেটারই নিজেকে ‘আকাশে উড়ছে’ না বলে কি পারে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বেলুচিস্তানে ভারত-পাকিস্তান তীব্র গোলাগুলি, নিহত ৩

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১০

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১১

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

১২

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

১৩

জবির প্রশাসনিক ভবনে তালা, টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

১৪

মার্কিন হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনি

১৫

সরকারের বিজ্ঞপ্তি / নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আ.লীগকে দায়ী করা হবে

১৬

বাংলাদেশকে নিয়ে ‘চাঞ্চল্যকর’ মন্তব্য করলেন মদন লাল

১৭

জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ইসলামী আন্দোলন

১৮

ভারতের সাবেক হাই কমিশনারের বক্তব্যের কড়া জবাব দিল জামায়াত

১৯

সভাপতির অসহযোগিতায় নিয়োগ স্থগিত : শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X