কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশবান্ধব ভাস্কর্যের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিল কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করে ঢাকাস্থ কক্সবাজারবাসীর সংগঠন ‘কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স’। ছবি : সৌজন্য
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করে ঢাকাস্থ কক্সবাজারবাসীর সংগঠন ‘কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স’। ছবি : সৌজন্য

কক্সবাজার শহরের প্রবেশদ্বারে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যভিত্তিক একটি আধুনিক, পরিবেশবান্ধব ভাস্কর্য স্থাপনের আহ্বান জানিয়ে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ঢাকার কক্সবাজারবাসীর সংগঠন ‘কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স’।

মঙ্গলবার (০৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের জ্যেষ্ঠ সংগঠক এএমএম ফজলুর রশিদ, সংগঠক বোরহান উদ্দিন এবং সদস্য সৌরভ দেব। স্মারকলিপিটি সংগঠনের মুখ্য সংগঠক মোহিব্বুল মোক্তাদীর তানিম স্বাক্ষরিত।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কক্সবাজার শহরের অন্যতম প্রবেশদ্বার ‘কলাতলী মোড়’- যেখানে মিলেছে চারটি গুরুত্বপূর্ণ সড়ক- শুধু একটি মোড় নয়, এটি শহরের প্রতীক। ২০১০ সালে জেলা প্রশাসন ও একটি বেসরকারি ব্যাংকের অর্থায়নে এখানে একটি হাঙরের ভাস্কর্যসহ একটি ফোয়ারা নির্মিত হয়, যা ছিল কক্সবাজারের সামুদ্রিক ঐতিহ্য ও জীববৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার প্রতীক। তবে স্থানীয়দের একাংশের ভুল ধারণায় সেটিকে ‘ডলফিন’ হিসেবে প্রচার করা হলে মোড়টির প্রকৃত নাম ও শিল্পচেতনা বিকৃত হয়ে পড়ে।

এছাড়া, অনেক বিদেশি পর্যটকের মধ্যে ভাস্কর্যটি দেখে কক্সবাজার উপকূলে হাঙর-আক্রমণের ভ্রান্ত ধারণা জন্ম নেয়, যা পর্যটন ভাবমূর্তির জন্য ক্ষতিকর। অথচ, বাস্তবতা হলো- গত ৫০ বছরে কক্সবাজার উপকূলে কোনো হাঙর আক্রমণের ঘটনা ঘটেনি। বরং এই ভাস্কর্যের অন্তর্নিহিত বার্তাই ছিল- জীববৈচিত্র্য ও সামুদ্রিক জীবের প্রতি সহানুভূতি এবং পরিবেশ সংরক্ষণ।

সাম্প্রতিক সময়ে জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে পুরোনো ভাস্কর্যটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সদিচ্ছাকে স্বাগত জানিয়ে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স স্মারকলিপিতে জানায়- এই গুরত্বপূর্ণ স্থানে একটি সময়োপযোগী, শিল্পসম্মত ও বৈশ্বিক বার্তাবাহী ভাস্কর্য নির্মাণে সরকারি তত্ত্বাবধান ও সৃজনশীল অংশগ্রহণ জরুরি।

প্রস্তাবনায় বলা হয় :

‘কলাতলী মোড়’ নামটি সংরক্ষণ রেখে এখানে একটি জলবায়ু ইতিহাসভিত্তিক আধুনিক ভাস্কর্য স্থাপন করা হোক, যা কক্সবাজারের সামুদ্রিক ঐতিহ্য, জীববৈচিত্র্য ও পরিবেশ সচেতনতার বার্তা বহন করবে। বিশ্বের বিভিন্ন শহরে যেমন লরেঞ্জো কুইনের Support বা অ্যান্টনি গোরমলির Exposure, তেমনি কক্সবাজারেও এমন একটি ভাবনাসমৃদ্ধ শিল্পকর্ম মানুষকে ভাবাবে, সংযোগ গড়বে এবং পরিবেশরক্ষায় উদ্বুদ্ধ করবে।

এই প্রকল্পে বাংলাদেশের খ্যাতনামা ভাস্কর, স্থপতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সৃজনশীল, সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের শিল্পকর্ম গড়ে তোলার আহ্বান জানানো হয়।

উল্লেখযোগ্যভাবে, গত ৫ জুলাই ২০২৫ তারিখে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স কলাতলী মোড়ে এক মানববন্ধনের আয়োজন করে। সেখানে শহরের প্রবেশদ্বারে আধুনিক ও পরিবেশবান্ধব ভাস্কর্য নির্মাণের দাবি উত্থাপন করে স্থানীয় জনগণ, বিভিন্ন পেশার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জনসচেতনতা তৈরি করা হয়।

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন- ওমর বিন আমিনুল মুরাদ, ওসামা বিন জহুর, হিসামুল হক, মুয়াজ ফেরদৌস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হু হু করে বাড়ছে গোমতীর পানি, কুমিল্লায় বন্যার আশঙ্কা

জুলাই-আগস্টের ঘটনাগুলোর বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি

মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ীকে হত্যা

৪৮তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু বৃহস্পতিবার

শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ফারিণ

সেই তুফানের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী গ্রেপ্তার

উসাইন বোল্টের গতিতে দৌড়াল রোবট কুকুর

সরকারি জমি উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

অতিবৃষ্টিতে ঝরনায় গিয়ে বিপদে বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্র, ৯৯৯-এ ফোন কলে উদ্ধার

শিক্ষকদের মাঝে আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের ছাতা বিতরণ

১০

টি-টোয়েন্টি সিরিজের আগে শ্রীলঙ্কার শিবিরে বড় ধাক্কা

১১

ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর অস্বীকার করল চীন

১২

শাকিব খানের বেডরুমে নায়িকাদের চেয়েও বেশি ক্রিম থাকে: অপু বিশ্বাস

১৩

ইতিহাস সৃষ্টি করে পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টি

১৪

২৮৬ এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, সড়কে শিক্ষার্থীরা

১৫

মোবাইলে কথা বলা নিয়ে বিএনপির দুগ্রুপের গোলাগুলি, আহত ১৫

১৬

এস আলমের ১১৩ কোটি টাকা ফ্রিজ

১৭

উচ্ছ্বসিত কিয়ারা

১৮

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রচারণায় কঠোর নির্দেশনা

১৯

ইয়ামালকে যে সতর্কবার্তা দিলেন ক্রুস

২০
X