কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিডিআর বিদ্রোহ : বিস্ফোরক মামলা দ্রুত নিষ্পত্তির দাবি

পাবনা জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগীদের পরিবার। ছবি : কালবেলা
পাবনা জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগীদের পরিবার। ছবি : কালবেলা

বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া ৩টি মামলার দুটি নিষ্পত্তি হলেও বিস্ফোরক মামলাটি ১৫ বছরেও নিষ্পত্তি না হওয়ায় উদ্বিগ্নের মধ্য দিন পার করছে স্বজনরা। মামলাটি দ্রুত নিষ্পত্তি করে তাদের মুক্তির দাবি জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগীদের পরিবার।

এসময় উপস্থিত ছিলেন বিডিআর হারুন অর রশিদের ভাই শফি আহমেদ, মোকারর হোসাইনের ভাই রফিকুল ইসলাম, রজব আলীর ছেলে শরিফুর রহমান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তরের সংঘটিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়।

ইতোমধ্যে আমাদের স্বজনরা বিডিআর আইনের সাজা ভোগ শেষ করেছে। ফৌজদারি আইনে হত্যা মামলা হতে কেউ খালাস পেয়েছে, আবার অনেকে হত্যা মামলায় ফৌজদারি আইনে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ১৫ বছর ধরে শুধু বিস্ফোরকদ্রব্য মামলাটি নিষ্পত্তি না হওয়ায় এবং সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও জামিন না পাওয়া আমাদের স্বজনদের আমরা ফিরে পাচ্ছি না।

স্বরকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের এই অসহায় পরিবারগুলোর কারও উপার্জনক্ষম পিতা, কারও স্বামী, কারও সন্তান কারাগারে থাকায় আমরা মানবতার জীবনযাপন করছি। দীর্ঘ সময় কারাগারে থাকায় আমাদের স্বজনরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। পিলখানার সংঘটিত ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলাটি ইতোমধ্যে ১৫ বছর অতিবাহিত হয়েছে। হত্যা মামলার ২ বছর ১১ মাসে সকল আইনি প্রক্রিয়া শেষ করে রায় প্রদান করা হয়। কিন্তু বিস্ফোরক মামলাটি আজ ১৫ বছর দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আমরা বারবার বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা নিম্ন আদালতে আবেদন করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।

বিডিআর বিদ্রোহ মামলার আসামি মোকাররম হোসেনের ভাই রফিকুল ইসলাম বলেন, মামলাটি উচ্চ আদালতে পরিচালনার জন্য আমরা আর্থিকভাবে অক্ষম। বিধায় পুরোপুরিভাবে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারছি না। এমনকি আর্থিক অভাব অনটনের কারণে আইনজীবী নিয়োগ দিতে পারছি না। শুধু বিস্ফোরক মামলার কারণে ১৫ বছরের অধিক সময় ধরে আমাদের স্বজনরা কারাভোগ করছে। সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও জামিনে মুক্তি বা মামলাটি দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। বিস্ফোরক মামলাটি অতি দ্রুত নিষ্পত্তির দাবি প্রধানমন্ত্রীর প্রতি।

পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, বিডিআর বিদ্রোহ মামলার ৩ জন আসামির স্বজনরা প্রধানমন্ত্রী বরাবর আমার দপ্তরে লিখিত স্মারকলিপি জমা দিয়েছে। আমরা ঢাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তেই কপাল পুড়ল বাংলাদেশের

পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ, মায়ের দাবি হত্যা

হার্ট ব্লকের ঝুঁকিতে যারা

দিল্লি বিমানবন্দরে অবতরণে বাধা, ঘুরিয়ে দেওয়া হলো ১৫ ফ্লাইট

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ল বিমান, পাইলটও নিহত

ঝোপে পড়ে থাকা ড্রাম খুলতেই দেখা গেল লোমহর্ষক দৃশ্য

ট্রান্সপোর্ট বিভাগে নিয়োগ দিচ্ছে গাজী গ্রুপ

ভারতে পাথরচাপায় বাসের ১৮ যাত্রী নিহত

১০

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১১

চোরাই মোবাইল উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা

১২

১২ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

সকালে খালি পেটে পানি পানের ৯ উপকারিতা

১৪

বেড়েছে যমুনার পানি

১৫

স্বপ্নভরা ছেলেটি আজ মাটির নিচে, মাদকবিরোধী রামেল হত্যায় স্তব্ধ গ্রাম

১৬

সাতক্ষীরার ‘বিতর্কিত’ মেডিকেল অফিসারকে মেহেরপুরে বদলি

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

আউটলেট ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আগোরা

১৯

স্ত্রী তালাক দেওয়ায় আব্দুর রহিমের কাণ্ড

২০
X