চট্টগ্রামের বাকলিয়া কালামিয়া বাজারে তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামে ফল সবজি, মাছ এবং মাংসের একটি হিমাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মার্চ) দুপুরে এক্সেস রোডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাশের তিনতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে পুরো ভবনে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। ভবনের ভেতরে কেউ আছেন কি না জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও পানির স্বল্পতার কারণে তাদের বেগ পেতে হয়। পরে চাক্তাই খালের সঙ্গে পানির পাইপলাইন সংযুক্ত করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা।
বাকলিয়া থানার ডিউটি অফিসার এএসআই মুজিবুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
মন্তব্য করুন