নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় হনুুফা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (১ মার্চ) রাত ১০টার দিকে শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ফুটওভার ব্রিজ সংলগ্ন খানকায়ে জামে মসজিদের সামনে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহতের ঠিকানা জানা না গেলেও তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ (ঢাকা-মেট্রো ট- ১৬-৩৩৫৬) ট্রাক ও চালক মোজাম্মেলকে (৩২) আটক করেছে।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর একে,এম শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে মিশুককে পিছন থেকে ধাকা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক চালকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন