ফরিদপুরের ভাঙ্গায় ৩৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার (৪ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিনব কায়দায় জমির মধ্যে লুকিয়ে রাখা কসটেপ মোড়ানো অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী রেজাউল মাতব্বরকে (৪১) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গজারিয়া গ্রামের তোতা মাতব্বরের ছেলে। তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রেজাউল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে সে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিতে আসামি মাটিতে মাদক পুঁতে রাখাসহ নিত্যনতুন কৌশল অবলম্বন করত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ কালবেলাকে বলেন, গতকাল রাতে র্যাব-১০ এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী রেজাউলকে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে রিমান্ডের আবেদন করে মঙ্গলবার (৫ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন