হুমায়ুন কবির, সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সোহাগ মণ্ডল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাভারের দুর্গাপুরবাসী

সোহাগ মণ্ডল ওরফে বাটপার সোহাগ। ছবি : সংগৃহীত
সোহাগ মণ্ডল ওরফে বাটপার সোহাগ। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ার দুর্গাপুর গ্রামবাসীর কাছে মূর্তিমান আতঙ্ক ‘সোহাগ মণ্ডল বাহিনী’। স্থানীয়দের অভিযোগ, তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ লোকজন। তারা যখন যাকে খুশি মারধর, হামলা ও নির্যাতন করছে। এমনকি জোর-জবরদস্তি করে অন্যের জমি দখল, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা করাসহ নানা অপরাধ করেই যাচ্ছে।

দুর্গাপুর গ্রামে গিয়ে জানা গেছে, ওই বাহিনীর প্রধান সোহাগ মণ্ডল ওরফে বাটপার সোহাগের নেতৃত্বে রয়েছে ফরহাদ মণ্ডলসহ এলাকার উঠতি বয়সী ১৫ থেকে ২০ জন কিশোরের একটি বাহিনী, যাদের অধিকাংশই নেশা করেন। সোহাগ মণ্ডল বাহিনীর সন্ত্রাসীরা সর্বশেষ গত ২৯ ফেব্রুয়ারি স্থানীয় চা দোকানি লাইজু আক্তারের মালিকানাধীন জমিতে দলবল নিয়ে গিয়ে জমির বাউন্ডারি ওয়াল ভেঙে সেই জমি দখল করে নেয়। এ সময় জমি রক্ষায় এগিয়ে যাওয়ায় লাইজু আক্তার ও তার বৃদ্ধা মাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে ও হত্যার হুমকি দেয় সোহাগ মণ্ডলের ক্যাডাররা। একইদিন পার্শ্ববর্তী খাদিজা রহমান নামে অপর আরেক নারীর জমিও দখল করে নেয় তারা।

এ ঘটনায় সোহাগ মণ্ডলসহ চারজনের নাম উল্লেখ্যসহ আরও অজ্ঞাত ছয়জনকে আসামি করে আশুলিয়া থানায় আলাদা দুটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে ভুক্তভোগী নারী লাইজু আক্তার বলেন, আমি একজন সামান্য চা দোকানদার অনেক কষ্ট করে টাকা জমিয়ে এই জমিটি কিনেছিলাম। এটি আমার একমাত্র সহায় সম্বল আর সেই শেষ সম্পদটিও কেড়ে নিল সোহাগ বাহিনী। আমি একেবারে নিঃস্ব হয়ে যাব আপনারা আমার জমিটা ফিরিয়ে দিন।

এদিকে এই ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক রুবেল মণ্ডলের মালিকানাধীন একটি স্কুলের সাইনবোর্ড ভাঙচুরসহ তাকে প্রাণনাশের হুমকিও দেয় সোহাগ মণ্ডল ওরফে বাটপার সোহাগ।

এ ব্যাপারে রুবেল মণ্ডল বলেন, সোহাগের অত্যাচারে আমাদের এলাকাবাসীর সবাই অতিষ্ঠ। কয়েক দিন পূর্বে আমি একটি জমি ক্রয় করে সেখান দিয়ে রাস্তা বানাতে গেলে এই সোহাগ ও তার লোকজন আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আমি সেই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার হাত পা কেটে ফেলার হুমকি দেয় তারা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি কিছুদিন ধামাচাপা ছিল। কিন্তু কদিন আগে অসহায় দুই নারীর জমির বাউন্ডারি ওয়াল ভেঙে জমি দখলের ঘটনায় প্রতিবাদ করায় আমার স্কুলের সাইনবোর্ড ভাঙচুর করে এ সময় আমার ভাই এগিয়ে গেলে তাকে জানে মেরে ফেলার হুমকি দেয় সোহাগ।

শুধু জমি দখলই নয়, সোহাগ মণ্ডলের বিরুদ্ধে রয়েছে জোরপূর্বক গার্মেন্টসের জুট ব্যবসা দখল, ইন্টারনেট ব্যবসা দখল, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিস্তর অভিযোগ। ভূমিদস্যু সোহাগের বিরুদ্ধে রয়েছে ব্যবসায়ীসহ বিভিন্ন মানুষের কাছ থেকে বাটপারি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। আর এ কারণেই স্থানীয়ভাবে সে বাটপার সোহাগ নামে পরিচিত। এ ছাড়া এলাকার উঠতি বয়সী ছেলেদের মাদকের নেশায় বুঁদ করে কিশোর গ্যাং বাহিনী পরিচালনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অপকর্মের কারণে নানা সময় খবরের শিরোনামও হয়েছেন তিনি। তার কথার অবাধ্য হওয়ায় কয়েকদিন আগে বেশ কয়েকজন গার্মেন্টস শ্রমিককে মারধর করে এই সন্ত্রাসী সোহাগ ও তার বাহিনী। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাজতখানায় পাঠান।

সোহাগের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। আর ভুক্তভোগীদের দাবি, ভূমিদস্যু সোহাগের বিরুদ্ধে এখনই নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ।

এসব বিষয় জানতে চাইলে অভিযুক্ত সোহাগ মণ্ডল ওরফে বাটপার সোহাগের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানা মাত্রই ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ভজন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল করেছি। সেখানে বাউন্ডারির দেয়াল ভাঙা পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১০

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১১

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১২

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৩

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৪

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৫

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৬

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৭

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

২০
X