অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আমরা মধ্যম আয়ের দেশের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আর পাঁচ থেকে সাত বছরের মধ্যে তা অর্জন হয়ে যাবে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যারা উন্নয়নে বাধা দেবে তাদের আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে খানসামা উপজেলার পাকেরহাট শহীদ মিনার উন্মুক্ত মঞ্চে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, আজ পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি একটি ব্রিজও বানাতে পারে নাই। এমনকি মেট্রোরেলও বানাতে পারে নাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিজও বানিয়েছেন, মেট্রোরেলও বানিয়েছেন। তারা তো শুধু আগুন দিতে পারে।
অর্থমন্ত্রী বলেন, দেশে ভূমিহীনদের কথা কেউ চিন্তা করেনি। বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন। কিন্তু তাকে সেই সময় দেওয়া হয়নি। স্বাধীনতাবিরোধীরা তাকে হত্যা করেছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এর আগে সকালে অর্থমন্ত্রী পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন, ওসি মোজাহারুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন