সিলেট-তামাবিল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) বেলা ১টায় জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে পরশ (৬) এবং বাসচালক নিহত হন। চালকের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী সেখানে জড়ো হন। তারা আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠান৷ অপরদিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে৷
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে তামাবিল হাইওয়ে পুলিশ।
মন্তব্য করুন