রংপুরের পীরগাছায় ৫ কেজি গাঁজাসহ সঞ্জিত চন্দ্র বিশ্বাস (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ। শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের কিসামত ছাওলা বাঁধের রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সঞ্জিত চন্দ্র কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওটানা গ্রামের মৃত কবিরাম চন্দ্র বিশ্বাসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলামের নেতৃত্বে পুলিশ কিসামত ছাওলা বাঁধের রাস্তা সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় আলীবাবা থিম পার্ক থেকে ছেড়ে আসা সন্দেহজনক একটি মোটর সাইকেল তল্লাশি করে ৫ কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ সঞ্জিত চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ মাদক গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন