ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

পার্কে টোকেন কিনলে পাওয়া যায় পতিতা

দিনাজপুরের ঘোড়াঘাটে বিনোদন পার্কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
দিনাজপুরের ঘোড়াঘাটে বিনোদন পার্কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

খদ্দরকে কিনতে হতো টোকেন। এই টোকনের গায়ে লেখা থাকতো টাকার অংক। সেই অনুযায়ী খদ্দর পেত দেহ ব্যবসায় নিয়োজিত পতিতা। প্রায় এক থেকে দেড় শ বিঘা জায়গার ওপর বিশাল পুকুর, আম বাগান, কনক্রিটের তৈরি হরেক রকমের জীবজন্তুর মূর্তি আর বাগানের মধ্যে সারি সারি পাকা ঘর। তার মধ্যে চলতো রমরমা দেহ ব্যবসা। দিনাজপুরের ঘোড়াঘাটে বিনোদন পার্কের আড়ালে এসব করা হচ্ছিল। অবশেষে পার্কটি সিলগালা করে দিলো প্রসাশন।

রোববার (১০ মার্চ) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। উপজেলার কালুপাড়া এলাকায় অবস্থিত পার্কটি সিলগালাসহ আটক করা হয় দুজন পুরুষ খদ্দর ও এক নারী পতিতাকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই মাসের কারাদণ্ড দেন। পার্কে থাকা অন্যান্য পতিতা ও খদ্দর প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, বিনোদন পার্কের নাম করে এখানে পতিতাদের দিয়ে দেহব্যবসা করা হতো। গত দুই বছরে ১৫ থেকে ২০ বার অভিযান চালিয়ে পার্কের মালিক ও ম্যানেজারসহ শতাধিক খদ্দের এবং পতিতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। কোনো ক্রমেই পার্কটিতে দেহব্যবসা বন্ধ করা যাচ্ছিল না। জেল থেকে ছাড়া পেয়ে আবারও পার্কের মালিক মোজাম্মেল হক দেশের বিভিন্ন জায়গা থেকে পতিতা এনে দেহব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে রোববার ‍(১০ মার্চ) বিকেলে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নির্দেশে এই পার্ককে অবৈধ ঘোষণা করে সিলগালা করা হয়। এ সময় দুই খদ্দর প্রশান্ত কুমার (৩০) ও বিলাশ চন্দ্র সরকার (৩০) এবং ফাতেমা বেগম (৩২) নামের এক পতিতাকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে পার্কটি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কার্যালয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিয়ে আসছিলেন। আমরা বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জেল-জরিমানাও করেছি। তারপরেও পার্কের মালিক এসব অনৈতিক কার্যকলাপ পরিচালনা চালিয়ে আসছিলেন। পার্কটি সিলগালার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াতসহ ৭ দল, জেনে নিন সময়-স্থান

‘টুপি পরার অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো’

লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ভারতের কারাগারে বাংলাদেশি ৩ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

দূরে সরে যাচ্ছে চাঁদ, ‘বিপদে’ পড়ছে পৃথিবী?

বিশ্লেষণ / ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব

৪ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, পাবেন আবাসন সুবিধা

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

১২

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

১৩

প্লাস্টিক পণ্যে ঝুঁকছে মানুষ, ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেতশিল্প

১৪

অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

১৫

অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি : আসিফ নজরুল

১৬

১৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

১৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৯

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

২০
X