মানিকগঞ্জের সিঙ্গাইরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারের হামলায় ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম।
নিহতের নাম কোহেল উদ্দিন (৬৫)। তিনি উপজেলার জামিত্তা ইউনিয়নের মধুর চর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১০ মার্চ) দুপুরের দিকে নিহত কোহেল উদ্দিন ও তার বড় ভাই মো. ইসলাম মুন্সির পরিবারের মধ্যে বসতবাড়ির সীমানার এক ফুট জায়গা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ইসলাম মুন্সিসহ তার সন্তানরা কোহেল উদ্দিনের পরিবারের ওপর হামলা করেন। এ ঘটনায় কোহেল উদ্দিন ও তার ছেলে শাহিনুর গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিঙ্গাইর থানার অফিসার ইনচর্জ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন