আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গাদের মাঝে প্রশাসন ও বিভিন্ন এনজিওর তরফ থেকে গত দুদিন রমজানের ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। ইম্প্যাক্ট নামে একটি এনজিও ৬২টি গরু উপহার দিয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকালে রোহিঙ্গাদের মাঝে এসব গরুর মাংস বিতরণ করা হবে। এ ছাড়া ছোলা বুট, মুড়ি, ডাল, তেল, চিনি, আরও অন্যান্য সামগ্রী প্রত্যেকটি পরিবারের জন্য দেওয়া হয়।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার উপসচিব মো. মাহফুজার রহমান এই সমস্ত ত্রাণ সামগ্রী রোহিঙ্গাদের মাঝে বিতরণ করেন।
মন্তব্য করুন