সাইয়েদ বাবু, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে গ্লাডিওলাসের বাণিজ্যিক চাষ

গ্লাডিওলাস ফুল। ছবি : কালবেলা
গ্লাডিওলাস ফুল। ছবি : কালবেলা

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের তালুক কালোয়া গ্রামে বাণিজ্যিকভাবে দক্ষিণ আফ্রিকার গ্লাডিওলাস ফুল চাষ শুরু করেছেন কৃষক মো. নুরবখত আলী। গ্লাডিওলাস ফুলের পাশাপাশি তার জমিতে গাঁদা ও সূর্যমুখী ফুলেরও চাষ হচ্ছে। ৫০ শতক জমিতে গ্লাডিওলাস ফুল চাষ করে প্রায় লক্ষাধিক টাকা বিক্রির আশা করছেন তিনি।

ক্ষেত থেকে গ্লাডিওলাস ফুল সংগ্রহ করছেন কৃষকরা। ছবি : কালবেলা

ফুলের কালার ভেদে প্রতিটি গ্লাডিওলাস ফুলের স্টিক থেকে ২৫ টাকা দরে বিক্রি করছেন। বাণিজ্যিকভাবে কুড়িগ্রাম জেলা শহর ছাড়াও লালমনিরহাটে এই গ্লাডিওলাস ফুল বিক্রি করছেন বলে জানান কৃষক মো. নুরবখত আলী।

গ্লাডিওলাস ফুল চাষি মো. নুর বখতের সঙ্গে কথা হলে তিনি বলেন, গ্লাডিওলাস ফুল চাষ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে ২০১৮-১৯ সালে প্রদর্শনী প্লট করি। ওই প্রর্দশনী প্লটে ফুলের সমাহার দেখে পরের বছর ফুল চাষে উদ্বুদ্ধ হই। এখন প্রায় তিন একর জমিতে প্রচলিত কৃষি আবাদ না করে তেল বীজ ও ফুল জাতীয় চাষ করছি। কেননা ধান, পাট ও আলু চাষের চেয়ে এ জাতীয় আবাদে খরচ কম হয়, তাই লাভ বেশি। বিশেষ করে কম সময়ের মধ্যে ক্ষেত থেকে গ্লাডিওলাস ফুল বাজারজাত করা সম্ভব। বাজারে সারা বছর ফুলের চাহিদা থাকে। প্রতি স্টিক ৫ থেকে ২৫ টাকা দরে বিক্রি করছি। এ ফুল চাষে বাড়তি খরচ ও পরিচর্যার ঝামেলা নেই। সামান্য সেচ, সার ও কীটনাশক ব্যবহার করে এই ফুল চাষ করা সম্ভব।

বিক্রির জন্য ক্ষেত থেকে অটোরিকশা যোগে বাজারে নেওয়া হচ্ছে গ্লাডিওলাস ফুল। ছবি : কালবেলা

তিনি আরও বলেন, গ্লাডিওলাস বীজ রোপণের ৭৫ দিনের মধ্যে ফুল সংগ্রহ করা যায়। গ্লাডিওলাস গাছে তেমন বালাই নেই। কেরাডে ও এন্টকল কীটনাশক ব্যবহার করে গ্লাডিওলাস গাছ ফুলের যত্ন নেওয়া হয়। বাজারে এ ফুলের চাহিদা থাকায় আগামীতে বড় পরিসরে গ্লাডিওলাস ফুল চাষ করবেন বলে জানান তিনি।

কৃষক নুরবখতের ছেলে মো. শাহাজাহান আলী বলেন, গ্লাডিওলাস ফুল চাষ করে লাভবান হচ্ছি। অনান্য আবাদের চেয়ে এই ফুল চাষে খরচ কম লাভ বেশি। সঠিক সময়ে ক্ষেত থেকে ফুল তুলতে পারলে ভালো দাম পাওয়া যায়।

পাশের গ্রামের কৃষক মো. এরশাদ আলী বলেন, নুর বখতের ফুল চাষ দেখে আমিও চিন্তা করছি ফুল চাষ করার। অন্য আবাদে খরচ অনেক বেশি, আর ফুল চাষে খরচ কম লাভও বেশি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, আর্থসামজিক উন্নয়নে কৃষকদের নতুন নতুন চাষাবাদে কৃষি বিভাগ উদ্বুদ্ধ করে আসছে। অনান্য আবাদের পাশাপাশি ব্যতিক্রমী ও লাভজনক চাষাবাদে আমরা কৃষকদের সহযোগিতা করছি। গত কয়েক বছর হলো কুড়িগ্রামে গ্লাডিওলাস ফুল চাষ প্রদর্শনী করি।জেলায় কয়েকজন চাষ শুরু করেছে। নুর বখতের গ্লাডিওলাস ফুলের বাণিজ্যিক চাষ দেখে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আগামীতে জেলায় এই ফুল চাষের পরিধি আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী হয়েও রাজশাহীর রাজনীতির মাঠে আলোচনায় ‘মানবিক মিঠু’

বড় সুখবর পেলেন সৌম্য-রিশাদরা, দুঃসংবাদ মুস্তাফিজ-তাসকিনদের

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট 

জাপার ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৫ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফের আপিল শুনানি ২ নভেম্বর

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

চা না খাওয়ায় গ্রামবাসীর রাস্তা বন্ধ করে দিলেন দোকানদার

আরও এক দেশে জনশক্তি রপ্তানি নিয়ে সুখবর

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে এসআইসিআইপি ও বিজিএমইএর কর্মসংস্থান বিষয়ক সভা

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

১০

দুই দলকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে : নুর

১১

মেয়েদের ব্যক্তিগত ছবি সিনিয়র ভাইকে পাঠাতেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

১২

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

১৩

জবির ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

১৪

ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৫

বাতিল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

১৬

৩৮ বছর বয়সে এই প্রথম এমন কীর্তি গড়লেন রোহিত শর্মা

১৭

নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে নতুন যুগপৎ কর্মসূচি ঘোষণা আট দলের

১৮

গাজা যুদ্ধে নিহত ৫ ছেলে, ৩৬ নাতিপুতি নিয়ে বাস বৃদ্ধ দম্পতির

১৯

১২ বছর ধরে শিকলবন্দি প্রেমে ব্যর্থ মামুন

২০
X