সাইয়েদ বাবু, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে গ্লাডিওলাসের বাণিজ্যিক চাষ

গ্লাডিওলাস ফুল। ছবি : কালবেলা
গ্লাডিওলাস ফুল। ছবি : কালবেলা

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের তালুক কালোয়া গ্রামে বাণিজ্যিকভাবে দক্ষিণ আফ্রিকার গ্লাডিওলাস ফুল চাষ শুরু করেছেন কৃষক মো. নুরবখত আলী। গ্লাডিওলাস ফুলের পাশাপাশি তার জমিতে গাঁদা ও সূর্যমুখী ফুলেরও চাষ হচ্ছে। ৫০ শতক জমিতে গ্লাডিওলাস ফুল চাষ করে প্রায় লক্ষাধিক টাকা বিক্রির আশা করছেন তিনি।

ক্ষেত থেকে গ্লাডিওলাস ফুল সংগ্রহ করছেন কৃষকরা। ছবি : কালবেলা

ফুলের কালার ভেদে প্রতিটি গ্লাডিওলাস ফুলের স্টিক থেকে ২৫ টাকা দরে বিক্রি করছেন। বাণিজ্যিকভাবে কুড়িগ্রাম জেলা শহর ছাড়াও লালমনিরহাটে এই গ্লাডিওলাস ফুল বিক্রি করছেন বলে জানান কৃষক মো. নুরবখত আলী।

গ্লাডিওলাস ফুল চাষি মো. নুর বখতের সঙ্গে কথা হলে তিনি বলেন, গ্লাডিওলাস ফুল চাষ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে ২০১৮-১৯ সালে প্রদর্শনী প্লট করি। ওই প্রর্দশনী প্লটে ফুলের সমাহার দেখে পরের বছর ফুল চাষে উদ্বুদ্ধ হই। এখন প্রায় তিন একর জমিতে প্রচলিত কৃষি আবাদ না করে তেল বীজ ও ফুল জাতীয় চাষ করছি। কেননা ধান, পাট ও আলু চাষের চেয়ে এ জাতীয় আবাদে খরচ কম হয়, তাই লাভ বেশি। বিশেষ করে কম সময়ের মধ্যে ক্ষেত থেকে গ্লাডিওলাস ফুল বাজারজাত করা সম্ভব। বাজারে সারা বছর ফুলের চাহিদা থাকে। প্রতি স্টিক ৫ থেকে ২৫ টাকা দরে বিক্রি করছি। এ ফুল চাষে বাড়তি খরচ ও পরিচর্যার ঝামেলা নেই। সামান্য সেচ, সার ও কীটনাশক ব্যবহার করে এই ফুল চাষ করা সম্ভব।

বিক্রির জন্য ক্ষেত থেকে অটোরিকশা যোগে বাজারে নেওয়া হচ্ছে গ্লাডিওলাস ফুল। ছবি : কালবেলা

তিনি আরও বলেন, গ্লাডিওলাস বীজ রোপণের ৭৫ দিনের মধ্যে ফুল সংগ্রহ করা যায়। গ্লাডিওলাস গাছে তেমন বালাই নেই। কেরাডে ও এন্টকল কীটনাশক ব্যবহার করে গ্লাডিওলাস গাছ ফুলের যত্ন নেওয়া হয়। বাজারে এ ফুলের চাহিদা থাকায় আগামীতে বড় পরিসরে গ্লাডিওলাস ফুল চাষ করবেন বলে জানান তিনি।

কৃষক নুরবখতের ছেলে মো. শাহাজাহান আলী বলেন, গ্লাডিওলাস ফুল চাষ করে লাভবান হচ্ছি। অনান্য আবাদের চেয়ে এই ফুল চাষে খরচ কম লাভ বেশি। সঠিক সময়ে ক্ষেত থেকে ফুল তুলতে পারলে ভালো দাম পাওয়া যায়।

পাশের গ্রামের কৃষক মো. এরশাদ আলী বলেন, নুর বখতের ফুল চাষ দেখে আমিও চিন্তা করছি ফুল চাষ করার। অন্য আবাদে খরচ অনেক বেশি, আর ফুল চাষে খরচ কম লাভও বেশি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, আর্থসামজিক উন্নয়নে কৃষকদের নতুন নতুন চাষাবাদে কৃষি বিভাগ উদ্বুদ্ধ করে আসছে। অনান্য আবাদের পাশাপাশি ব্যতিক্রমী ও লাভজনক চাষাবাদে আমরা কৃষকদের সহযোগিতা করছি। গত কয়েক বছর হলো কুড়িগ্রামে গ্লাডিওলাস ফুল চাষ প্রদর্শনী করি।জেলায় কয়েকজন চাষ শুরু করেছে। নুর বখতের গ্লাডিওলাস ফুলের বাণিজ্যিক চাষ দেখে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আগামীতে জেলায় এই ফুল চাষের পরিধি আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে : ডা. শামীম

ফ্যাসিবাদ অনেক কলকব্জা রেখে গেছে : তথ্য উপদেষ্টা

এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

পূজা উদযাপন পরিষদ নেত্রী শ্যামলী মুখার্জির স্বামীর পরলোকগমন

‘কিছু বুদ্ধিজীবী দেশে বিভাজন তৈরি করতে চায়’

স্টামফোর্ডে জুলাই যোদ্ধাদের নিয়ে গণমাধ্যমে কর্মরত শিক্ষার্থীদের ইফতার 

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল

জনগণের প্রত্যক্ষ ভোটে এ দেশে গণতন্ত্র ফিরে আসবে : সেলিমুজ্জামান সেলিম 

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার নিন্দা লেবার পার্টির

ইফতারে মিলিত হলেন বিজেআইএম ফেলোরা

১০

সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো : নুরুল হক

১১

সমন্বয়কের নেতৃত্বে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলার অভিযোগ

১২

এক ছটাক ধানও যায়নি পরশুরামের খাদ্যগুদামে

১৩

আন্তসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন হবে : মাহফুজ আলম

১৪

ঈদযাত্রা সামনে রেখে প্রস্তুত দৌলতদিয়া লঞ্চ ঘাট

১৫

ভোলা-চট্টগ্রাম নৌরুটে চালু হলো জাহাজ সেবা

১৬

জমি নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত ১

১৭

হাসিনার আমলে এমপি-কাউন্সিলররা মানুষের পাশে দাঁড়াননি : কফিল উদ্দিন

১৮

সিলেটে ঈদবাজার, চড়া দাম ফুটপাত বিপণিবিতানে

১৯

রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, খোয়া গেছে রিকশা

২০
X