বুড়াইল নদীর ওপর একটি সেতুর অভাবে ভোগান্তিতে রয়েছেন রংপুরের পীরগাছার ১০টি গ্রামের শিক্ষার্থীসহ হাজারও মানুষ। ঝুঁকিপূর্ণ নড়বড়ে বাঁশের সাঁকোই তাদের চলাচলে একমাত্র ভরসা।
সোমবার (১৯ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলার জনজীবন গ্রামে গিয়ে দেখা গেছে, প্রায় ৬০ মিটার লম্বা বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীসহ স্থানীয়া পার হচ্ছেন। ভ্যান, রিকশা, সাইকেল, মোটরসাইকেল ধরে নিয়ে যাচ্ছেন চালকরা।
ব্রিজ না থাকায় নড়বড়ে এ সেতুতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে সাঁকোটি ভেঙে গেলে দুর্ভোগের শেষ থাকে না সেখানকার বাসিন্দাদের। বিশেষ করে রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়েন তারা। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বারবার আশ্বাসেও সেখানে হচ্ছে না কোনো সেতু। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার অন্নদানগর ইউনিয়নের জনজীবন গ্রামের দুলু হাজির বাড়ির পাশে বুড়াইল নদীর ওপর প্রায় ৩০ বছর আগে থেকে বাঁশের সাঁকো দিয়ে চলাচল শুরু হয়। তখন থেকে স্কুল-কলেজ, হাট-বাজার, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কারণে জনজীবন, গোবড়াপাড়া, হরিরাম, জিগাবাড়ি, চিলাখাল, নয়াগ্রাম, রতনপুর, বাগভাসা, জ্ঞানগঞ্জ, জামতলাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার বাসিন্দা সেই সাঁকো দিয়ে যাতায়াত করে আসছেন।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘বর্ষা মৌসুমে সাঁকোটি অনেক সময় ভেঙে যায়। তখন মানুষের দুর্ভোগের শেষ থাকে না। মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। এখানে অ্যাম্বুলেন্স ঢুকে না। জরুরি রোগী হাসপাতালে সময়মত নিতে পারি না।’
স্কুলশিক্ষার্থী খুশি আক্তার বলেন, ‘আমরা যখন এই সাঁকো দিয়ে চলাচল করি তখন আমাদের ভয় লাগে। বর্ষাকালে সাঁকো ভেঙে গেলে আমাদের কলা গাছের ভেলায় করে যাতায়াত করতে হয়। অনেক সময় বই ও কাপড় ভিজে যায়। আমরা সময়মতো স্কুলে যেতে পারি না। সাঁকোর বদলে এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো।’
দেওয়ান সালেহ আহমেদ দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক মোকছেদ আলী বলেন, ‘আমি এই সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করি। সাঁকোটি খুব ঝুঁকিপূর্ণ। এখানে একটা ব্রিজ করা জরুরি।’
আরেক স্থানীয় বাসিন্দা ফরমান আলী বলেন, ‘এই সাঁকোটি দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। এখানে সেতু নির্মাণ ও রাস্তার জন্য আমরা এলাকাবাসী সরকারকে জমিও দিয়েছি। জনপ্রতিনিধিদের আশ্বাস ও সরকারি কর্তৃপক্ষ কয়েকবার মাপ দেওয়ার পরও কেন যে এখানে সেতু হচ্ছে না, কী যে আমাদের অপরাধ তাও বুঝতেছি না।’
ইউপি সদস্য রেজাউল করিম রেজা বলেন, ‘এই এলাকার মানুষের দুঃখ এই বাঁশের সাঁকো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা যেন এখানে এসে থমকে গেছে। আমরা চাচ্ছি এই বাঁশের সাঁকোটি দ্রুত সেতুতে পরিণত হোক। এখানকার মানুষের ভোগান্তি লাঘব এটাই চাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন বলেন, ‘জগজীবন মৌজায় বুড়াইল নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে আমরা অবগত আছি। সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে একটা সেতু নির্মাণের ব্যাপারে খুব শিগগির উদ্যোগ গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন