রংপুর ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১২:৪৯ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

রংপুরের মনসা মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্দির। ছবি : কালবেলা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্দির। ছবি : কালবেলা

রংপুরের মনসা মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুরের এ মন্দিরে সোমবার (১৮ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে মন্দিরের মণ্ডপ, টিনের চাল ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

এ ঘটনার পর মনসা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ ও বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরীসহ পূজা উৎযাপদ পরিষদের নেতারা।

বদরগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুবোধ কুমার গোবিন্দ কুণ্ড জানান, সন্ধ্যায় মন্দিরে বাতি দেয়া হয়েছে, পূজাও হয়েছে। এরপর সাড়ে ৭টার দিকে হঠাৎ দাউ দাউ করে মন্দিরে আগুন জ্বলে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা আগুন নিভিয়ে ফেলে। এই অগ্নিকাণ্ডে মনসা মণ্ডপ, মন্দিরের ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা বুঝতে পারছি না।

তিনি বলেন, এই ঘটনার পর আমরা হিন্দু-মুসলিম সবাই ঘটনাস্থলে আছি। প্রশাসনের লোকজনও আছে। বিষয়টি মীমাংসা হয়ে গেছে। মন্দিরের যা ক্ষতি হয়েছে তা প্রশাসন থেকে সংস্কার করা হবে।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। সবার সঙ্গে কথা বলেছি। আসলে মন্দিরের বাতি বা বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে হয়েছে না কি দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে তা তদন্ত করা হবে। আমরা মন্দির কমিটিকে মামলা দিতে বলেছি, পুলিশ মামলা নিবে, তদন্ত করবে।

তিনি বলেন, আমরা মন্দির কমিটির সঙ্গে কথা বলে আপাতত নগদ ২০ হাজার টাকা সংস্কার বাবদ দিয়েছি, প্রয়োজন হলে আরও দেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট বলেন, কোনো সমস্যা নেই। আমরা সম্প্রীতির সঙ্গে দীর্ঘদিন বসবাস করছি। আপাতত কোনো সমস্যা নেই।

বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ জানান, রাত পৌনে ৮টার দিকে দিলালপুর কাচারিবাজারে অবস্থিত মনসা মন্দিরে অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি। কে ঘটিয়েছে তা কেউ দেখেনি। মামলা হবে, আমরা মামলা নেব, তদন্ত করব। তদন্তে কেউ দোষী হলে তাকে আইনের আওতায় নেওয়া হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত সেখানকার পরিবেশ শান্ত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষের বিপদে বেগম খালেদা জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু

চাঁদাবাজির মামলায় নওরোজ সম্পাদক দুররানী কারাগারে

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

জব্দ সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু

আবারও দেশসেরা ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ

১০

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

১১

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

১২

সিডনিতে বাংলাদেশ ডেমোক্রেসি সামিট / তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

১৩

গ্যাবায় স্মিথ ও জোফরা আর্চারের মধ্যে কী হয়েছিল?

১৪

বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

১৫

‘মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

১৬

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা

১৭

পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন

১৮

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

১৯

নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক

২০
X