রংপুর ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১২:৪৯ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

রংপুরের মনসা মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্দির। ছবি : কালবেলা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্দির। ছবি : কালবেলা

রংপুরের মনসা মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুরের এ মন্দিরে সোমবার (১৮ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে মন্দিরের মণ্ডপ, টিনের চাল ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

এ ঘটনার পর মনসা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ ও বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরীসহ পূজা উৎযাপদ পরিষদের নেতারা।

বদরগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুবোধ কুমার গোবিন্দ কুণ্ড জানান, সন্ধ্যায় মন্দিরে বাতি দেয়া হয়েছে, পূজাও হয়েছে। এরপর সাড়ে ৭টার দিকে হঠাৎ দাউ দাউ করে মন্দিরে আগুন জ্বলে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা আগুন নিভিয়ে ফেলে। এই অগ্নিকাণ্ডে মনসা মণ্ডপ, মন্দিরের ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা বুঝতে পারছি না।

তিনি বলেন, এই ঘটনার পর আমরা হিন্দু-মুসলিম সবাই ঘটনাস্থলে আছি। প্রশাসনের লোকজনও আছে। বিষয়টি মীমাংসা হয়ে গেছে। মন্দিরের যা ক্ষতি হয়েছে তা প্রশাসন থেকে সংস্কার করা হবে।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। সবার সঙ্গে কথা বলেছি। আসলে মন্দিরের বাতি বা বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে হয়েছে না কি দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে তা তদন্ত করা হবে। আমরা মন্দির কমিটিকে মামলা দিতে বলেছি, পুলিশ মামলা নিবে, তদন্ত করবে।

তিনি বলেন, আমরা মন্দির কমিটির সঙ্গে কথা বলে আপাতত নগদ ২০ হাজার টাকা সংস্কার বাবদ দিয়েছি, প্রয়োজন হলে আরও দেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট বলেন, কোনো সমস্যা নেই। আমরা সম্প্রীতির সঙ্গে দীর্ঘদিন বসবাস করছি। আপাতত কোনো সমস্যা নেই।

বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ জানান, রাত পৌনে ৮টার দিকে দিলালপুর কাচারিবাজারে অবস্থিত মনসা মন্দিরে অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি। কে ঘটিয়েছে তা কেউ দেখেনি। মামলা হবে, আমরা মামলা নেব, তদন্ত করব। তদন্তে কেউ দোষী হলে তাকে আইনের আওতায় নেওয়া হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত সেখানকার পরিবেশ শান্ত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেকাথলন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে সায়েফ আহমেদের নিয়োগ

শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী

উত্তরায় বিমান বিধ্বস্ত / বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক ও দুঃখ প্রকাশ 

সিরিজ জয়ের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

রাতে সিঙ্গাপুর থেকে আসছেন ডাক্তার ও নার্স

দক্ষিণ ও পশ্চিম গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু

আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

পাইলট তৌকিরের দাফন সম্পন্ন

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে ঢাকা উত্তর জামায়াতের দোয়া মাহফিল

১০

মাইলস্টোনে ফের বাধার মুখে দুই উপদেষ্টা

১১

বারবার দুর্ঘটনা, মিগ-২১ যুদ্ধবিমানকে অবসরে পাঠাচ্ছে ভারত

১২

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি ক্রিকেটাররাও

১৩

কমিউনিটি ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে স্ট্র্যাটেজিক ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৪

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৫

কুষ্টিয়ায় এক বছরে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

১৬

শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

১৭

অটোরিকশাচাপায় প্রাণ গেল ২ শিশুর

১৮

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের গেটে তালা

১৯

শোকের দিনে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

২০
X