ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১২:৪৬ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের ভেতরেই গাঁজার বাগান!

ফরিদপুর সদর হাসপাতাল আঙিনায় বেড়ে ওঠা গাঁজা গাছ। ছবি : কালবেলা
ফরিদপুর সদর হাসপাতাল আঙিনায় বেড়ে ওঠা গাঁজা গাছ। ছবি : কালবেলা

প্রথম দেখায় মনে হতে পারে জরাজীর্ণ ফুলের বাগান। তবে অবিশ্বাস্য হলেও সত্যি ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেনারেল হাসপাতালটির অভ্যন্তরে প্রকাশ্যেই এভাবে বেড়ে উঠেছে কয়েকশ’ গাঁজার গাছ। দিনের পর দিন সবার সামনে গজিয়ে ওঠা এই গাঁজার গাছ দেখার যেন কেউ নেই। যা রীতিমতো পরিণত হয়েছে একটি গাঁজার বাগানে। সপ্তাহ কিংবা মাস নয়, বছরের পর বছর ধরে না কি এভাবেই গাঁজা গাছগুলো বেড়ে উঠেছে হাসপাতাল চত্বরে।

একশো বছরের প্রাচীন এই হাসপাতালটি গত কয়েক বছর ধরে নানা সমস্যায় ধুঁকছে। তারপরও জেলা সদরের এই হাসপাতালটিতেই রয়েছে রোগীদের ভিড়। এখানে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েকশ রোগী। চিকিৎিসকরা হিমশিম খান রোগীদের সেবা দিতে। হয়তো এ কারণেই কর্তৃপক্ষের ভালোভাবে নজর দেওয়ার ফুরসৎও মিলছে না হাসপাতালের দিকে। আর এ কারণেই হয়তো হাসপাতালের অভ্যন্তরে চলাচলের রাস্তার পাশেই গড়ে উঠেছে একের পর এক গাঁজার গাছ।

সরেজমিনে দেখা যায়, ফরিদপুর সদর জেনারেল হাসপাতালের উত্তর দিকে স্টাফ কোয়ার্টারের পথের দুই ধারে এবং হাসপাতাল থেকে মসজিদে যেতে পথের ধারে প্রকাশ্যে শত শত গাঁজার গাছের বেড়ে উঠেছে।

হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা জানালেন, প্রায় চার-পাঁচ বছর ধরে এই গাঁজার গাছগুলো বেড়ে উঠেছে। আগে আরও ছিল। অনেক গাছ কেটে তারা পরিষ্কার করেছেন। তারপর আবারও হয়েছে। সবার সামনেই বেড়ে উঠেছে। কিছু ছেলেপুলে এগুলো ছিঁড়ে নিয়ে রস করে খায় বলে তাদের জানিয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গনেশ কুমার আগরওয়ালা বলেন, গাঁজার গাছ কেমন হয় তাও আমার জানা নেই। তবে দেখে যদি সত্যতা পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন কালবেলাকে বলেন, সংবাদ পাওয়ার পর নিজে হাসপাতাল চত্বরে গিয়েছিলাম। গাছগুলো দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া আসলে কী গাছ বলা কঠিন। গাছগুলো ছোট এ কারণে সঠিক বলা যাচ্ছে না। তবে ভাং গাছও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান কালবেলাকে জানান, বিষয়টি আমার জানা নেই। তা ছাড়া আমি গাঁজার গাছ জীবনে দেখিনি। গাছগুলো কাটার জন্য বলা হয়েছে। মাঝে-মধ্যেই গাছগুলো কাটা হয়। আবার এমনিতেই গজিয়ে যায়। সময়মতো লেবার না পাওয়ায় এবার কাটতে দেরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ চুরির অভিযোগে হাত-পা বেঁধে ২ শিশুকে নির্যাতন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি : আমিনুল হক

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব কয়দিন থাকবে, জানা গেল

সরকারি চাকরিজীবীরা কবে থেকে পে-স্কেল পাবেন, জানালেন অর্থ উপদেষ্টা

দুর্গম পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার

জানালা খুলে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

১৫ বছর ধরে আলাদা থাকছেন গোবিন্দ-সুনীতা

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

ঢাকাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির শঙ্কা

১০

খাগড়াছড়ির সেই কিশোরীর ‘ধর্ষণের আলামত পাননি’ চিকিৎসক

১১

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

ওজন কমাতে গিয়ে ঝুলে যাচ্ছে ত্বক? সমাধান কী

১৩

সমর্থকদের কারণে জরিমানার মুখে সার্বিয়া

১৪

পুষ্টিগুণে সমৃদ্ধ বুনো সবুজ নটেশাক

১৫

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৬

সনাতন ধর্মাবলম্বীরা আগের চেয়ে ভালো পরিবেশে পূজা করছেন : আমিন

১৭

মুখার্জি বাড়ির পূজায় হাজির প্রিয়াঙ্কা চোপড়া

১৮

পাঁচ গোল হজম করার ম্যাচে হারল মায়ামি

১৯

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ১২-৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়

২০
X