আন্দোলন সংগ্রামে ভূমিকা না থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ বিষয়টি জানান।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্যসচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটি ঘোষিত গত একদফা আন্দোলনে জেলা বিএনপি বারবার অবগত করলেও বিজয়নগর উপজেলা বিএনপির আন্দোলন সংগ্রামে দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। বর্তমানেও দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। এমতাবস্থায় দলের বৃহত্তম স্বার্থে বিজয়নগর উপজেলা আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হলো।
মন্তব্য করুন