আবদুল লতিফ লায়ন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৪:১৩ এএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষক নেই বকশীগঞ্জের ৩৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জে ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্বে থাকায় ওই সব বিদ্যালয়ে পড়াশোনা ব্যাহত হচ্ছে। প্রশাসনিক কাজেও বাড়ছে জটিলতা। শিগগিরই ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সহকারী শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবকরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে ৩৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকদের একজনকে দায়িত্ব দিয়ে ওই সব বিদ্যালয় চালানো হচ্ছে। ৩৬টি বিদ্যালয়ের বেশির ভাগে তিনজন করে শিক্ষক রয়েছেন। তাদের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় অপর দুজন সহকারী শিক্ষক দিয়েই ক্লাস চালানোর কারণে পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করায় তাদের মানতে চান না অন্য সহকারী শিক্ষকেরা। ফলে অনেক ক্ষেত্রে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে।

২০১১ সাল থেকে সুবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। বর্তমানে এই বিদ্যালয়ে ১৪০ শিক্ষার্থী রয়েছে। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেন বলেন, ‘আমাকে মাসের ৮ থেকে ৯ দিন দাপ্তরিক কাজের জন্য উপজেলা সদরে যেতে হয়। অপর দুজন শিক্ষককে সবগুলো ক্লাস নিতে হয়। এতে ঠিকমতো ক্লাস নেওয়া যায় না এবং শিক্ষার মান দুর্বল হচ্ছে। বিষয়গুলো শিক্ষা কর্মকর্তাকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।’

সুবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক রবিউল ইসলাম বলেন, প্রধান শিক্ষকসহ স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই সময়ে এক শিক্ষকের একাধিক ক্লাস নিতে গিয়ে কার্যত পড়াশোনাই হচ্ছে না।

প্রায় ১৬ বছর ধরে মদনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়টিতে ১১২ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে সহকারী শিক্ষক তিনজন। এর মধ্যে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছে। নিয়মিত পাঠদান করেন দুজন শিক্ষক। তাঁদের মধ্যে অসুস্থ বা ছুটিতে থাকলে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমিসহ তিন শিক্ষক ছিলাম। তবে সম্প্রতি একজন শিক্ষক ডেপুটেশন নিয়োগ দেওয়া হয়েছে। মাসে অন্তত ১০ কর্মদিবস উপজেলা শিক্ষা কার্যালয়ে অথবা কোনো সভায় যোগ দিতে উপজেলা সদরে যেতে হয়। তখন ওই তিন শিক্ষক দিয়েই প্রাক্-প্রাথমিকসহ ছয়টি শ্রেণির শিক্ষার্থীর ক্লাস চালানো হয়। ফলে শিক্ষার্থীদের ভালোভাবে পড়ানো যায় না। একই সঙ্গে দাপ্তরিক কাজেও সমস্যা হচ্ছে।’

৩৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকার বিষয়টি স্বীকার করে বকশীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন, নানা জটিলতার কারণে পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকায় সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, তাদের একটি তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টানা পাঁচ জয়

ইতালি সরকারের কঠোর সিদ্ধান্ত, কঠিন হচ্ছে প্রবেশ

এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা : ৫ জনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে মুখ খুললেন বোন অমৃতা

১০

এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ

১১

যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাতে রাজি হয়নি আয়ারল্যান্ড

১২

ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

১৩

উন্নত ফর্মুলা ও আধুনিক প্যাকেজিংয়ে বাজারে ফিরেছে পন্ডস সুপার লাইট জেল

১৪

বিশ্বকাপে হঠাৎ সুযোগের পর বড় সংকটে স্কটল্যান্ড

১৫

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

১৬

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৭

এনসিপির প্রার্থীসহ দুজনকে জরিমানা

১৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বিদায়ের পর আইসিসির দিকে বাংলাদেশের অভিযোগের তীর 

১৯

আফগান আদালতে অপরাধ নয়, শ্রেণি দেখে শাস্তি

২০
X