বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত যুবলীগ নেতা শিমুল। ছবি : সংগৃহীত
নিহত যুবলীগ নেতা শিমুল। ছবি : সংগৃহীত

রাজনৈতিক বিরোধের জের ধরে যশোরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে করেছে দুর্বৃত্তরা। স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ ‍ওঠেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিমুল গোবিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমানের ছেলে। তিনি চুড়ামনকাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য। তিনি ৩ কন্যাসন্তানের বাবা।

স্থানীয় সূত্র জানিয়েছে, আওয়ামী ঘরানার উঠতি বয়সীদের সঙ্গে সাম্প্রতিক কিছু বিষয়ে রাজনৈতিক বিরোধ বাধে শিমুলের। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্য সজীব ও বুলবুল কয়েকদিন আগে তাকে প্রকাশ্যে হত্যার হুমকিও দেয়। সবশেষ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে সন্ত্রাসীরা শিমুলের ওপর চড়াও হয়। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে তার চিৎকার শুনে এলাকার লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাকিব মো. আল হাসান মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজন বিরাজ করছে। ঘটনার পরপরই স্থানীয়রা জড়িতদের আটকের দাবি জানিয়েছেন।

হাসপাতালে আসা নিহত শিমুলের ভাই রাকিব জানান, এটি একটি রাজনৈতিক মার্ডার। এলাকার সজীব ও বুলবুলের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। তিনি দ্রুত তাদের আটকের দাবি করেন।

নিহত যুবলীগ নেতা শিমুল হোসেনের স্ত্রী নাসরিন বেগম জানান, এলাকার পরিচিত লোকজনই তাকে হত্যা করেছে। শুধু রাজনীতি করার কারণেই এই খুন। এলাকায় অনিয়ম অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকায় অপরাধীরা আমার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে। তিনি জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, খুনের ঘটনার খবরে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান শুরু হয়েছে। পরিবারের মৌখিক অভিযোগ ও পুলিশের প্রাথমিক তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলেও জানা গেছে। ঘটনায় যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

কটাক্ষের শিকার দীপিকা

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

১০

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

১১

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

১৪

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

১৫

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

১৬

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X