পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ভোটের মাঠে জামায়াত

সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ টি এম আজম খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ। ছবি : সংগৃহীত
সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ টি এম আজম খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ। ছবি : সংগৃহীত

হাইকোর্টের দেওয়া রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলসহ নানা কারণে দলটি এতদিন নির্বাচন থেকে দূরে থাকলেও রংপুরের পীরগাছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন জামায়াতের নেতারা।

গত কয়েক দিন ধরে রংপুর মহানগর জামায়াতের আমীর এ টি এম আজম খান চেয়ারম্যান পদে, পীরগাছা উপজেলা জামায়াতের আমীর মোস্তাক আহমদ ভাইস চেয়ারম্যান পদে ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মোত্তালেব হোসেনের স্ত্রী মুনঝুরী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে পোস্টার, লিফলেট, গণসংযোগের মাধ্যমে জানান দিচ্ছেন। তবে পোস্টার বা লিফলেটে কোথাও তারা দলীয় পরিচয় তুলে ধরছেন না।

হঠাৎ নির্বাচনে আসা প্রসঙ্গে রংপুর মহানগর জামায়াতের আমীর ও চেয়ারম্যান প্রার্থী এ টি এম আজম খান কালবেলাকে বলেন, জামায়াত নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা নেই। তবে এটি যেহেতু একটি স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, আমি এই এলাকার সন্তান। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে উপজেলা ও জেলা পর্যায়ে রাজনীতি করে আসছি। এ ছাড়াও আমি স্থানীয় একটি মাদ্রাসার উপাধ্যক্ষ। দীর্ঘদিন থেকে সমাজ সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। আমি আশাবাদী জনগণ আমাকে সাদরে গ্রহণ করবেন। সেই সঙ্গে পীরগাছার উন্নয়নে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

জামায়াতের অপর দুই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে যে যার মত নির্বাচনে এসেছেন। এখানে দলীয় কোনো নির্দেশনা নাই। তারা দীর্ঘদিন থেকে রাজনীতি করেন। সমাজে তাদের একটা পরিচিতি আছে, অবস্থান আছে। তাই হয়তো তারা নির্বাচন করবেন।

জামায়াতের ওই তিন প্রার্থী ছাড়াও পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে অনেক আগে থেকেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রায় দেড় ডজন সম্ভাব্য প্রার্থী। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মাহবুবার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল হক লিটন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারনা চালাচ্ছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও প্রায় ডজনেরও বেশি সম্ভাব্য প্রার্থী প্রতিদিন প্রচার প্রচারনা চালাচ্ছেন। এসব প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা উপজেলার সকল রাস্তাঘাট ও হাট-বাজার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থী সমর্থকদের প্রচারনা। তবে আওয়ামী লীগ থেকে চারজন প্রার্থী হওয়ায় বিপাকে পড়েছেন ওই দলের কর্মীরা।

এদিকে বৃহস্পতিবার (২১ মার্চ) প্রথম ধাপে পীরগাছাসহ ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চারটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

১৫২টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলাগুলো হলো কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর ও মানিকগঞ্জ। প্রথম ধাপে এসব জেলার ২২টি উপজেলায় ভোট হবে।

অশোক কুমার দেবনাথ আরও বলেন, দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১০

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১১

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১২

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৩

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৪

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৬

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৭

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৮

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৯

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

২০
X