রমজান উপলক্ষে এবার নিম্নআয়ের মানুষের জন্য ৫৫০ টাকায় গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। সোমবার (২৫ মার্চ) বেলা ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মো. ইউসুফ আলী।
এর আগে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য ৫৫০ টাকায় গরুর মাংস ও ডিমের ডজন ১০০ টাকায় বিক্রির কার্যক্রম শুরু করে ময়মনসিংহ জেলা প্রশাসন।
সিটি করপোরেশন জানায়, সপ্তাহে দু-দিন সোম ও মঙ্গলবার টাউন হল মাঠের সামনে গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি করা হবে। একজন ব্যক্তি এক কেজি মাংস কিনতে পারবেন।
সিটির প্রধান নির্বাহী কর্মকতা মো. ইউসুফ আলী কালবেলাকে বলেন, রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। চাহিদা থাকলে ঈদ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। প্রথম দিনে ২৭২ জন ব্যক্তির কাছে গরুর মাংস বিক্রি করা হয়েছে। একজন ব্যক্তি এক কেজি মাংস কিনতে পারবেন।
মাংস নিতে আসা ক্রেতা রবিউল ইসলাম বলেন, এখানে আমাদের চোখের সামনে গরু জবাই করা হয়। আর সেই গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস ৭৫০ টাকা। কম দামে বিক্রি করায় আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য অনেক উপকার হলো।
রাবেয়া আক্তার নামে এক নারী বলেন, আমরা মাসেও এক কেজি গরুর মাংস কিনতে সাহস পাই না। আজকে কেজিতে ২০০ টাকা কম পেয়েছি। এই কার্যক্রম রমজান মাসজুড়ে অব্যাহত রাখার দাবি জানাই।
মন্তব্য করুন