জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০২:৪৭ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে বোমার আঘাতে গুরুতর আহত যুবক

আহত সজিব মুন্সী। ছবি : কালবেলা
আহত সজিব মুন্সী। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের মারামারির ঘটনায় বোমার আঘাতে এক যুবকের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। বুধবার (২৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কবির আলম।

আহত সজিব মুন্সী (২৫) বিলাসপুর ইউনিয়নের মিয়া চান মুন্সী কান্দি এলাকার মোহাম্মদ আলী মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আ. কুদ্দুস ব্যাপারী গ্রুপ এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা আ. জলিল মাদবর গ্রুপের মধ্যে এর আগেও দফায়-দফায় সংঘর্ষ হয়। এ বিষয়ে জাজিরা থানায় সর্বমোট ১০টি মামলা রয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মিয়া চান মুন্সী কান্দি গ্রামের দুই চাচাত ভাই জমি নিয়ে মারামারি করে। বিকেলে ওই ঘটনায় আব্দুল কুদ্দুস ব্যাপারী ও জলিল মাদবর গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লুটপাট করা হয়। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়। খবর পেয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের কয়েকটি টিম পাহাড়ায় থাকলেও বুধবার সন্ধ্যায় আবার ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ককটেলের আঘাতে সজিব মুন্সী নামে একজন গুরুতর আহত হন।

এ বিষয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা আ. জলিল মাদবর বলেন, মঙ্গলবার জমি নিয়ে দুই চাচাত ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ধ্যার পরে কুদ্দুস ব্যাপারীর লোকজন বাড়িঘর লুটপাট করেছে। বুধবার রাতে কুদ্দুস ব্যাপারী নিজে তার লোকজন নিয়ে এসে বোমা মারে। বোমার আঘাতে আমার সমর্থক সজিব নামের একজন গুরুতর আহত হয়েছেন। আমি ঢাকায় আছি, এ ঘটনায় আমি মামলা দায়ের করব।

বিলাশপুর ইউয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ব্যাপারী বলেন, মহর খার কান্দি নামে একটি গ্রাম আছে। ওখানে বসে আমার ৫-৬ জন লোক চা পান করতেছিল। এমন অবস্থায় জলিল মাদবর গ্রুপের একদল লোক বোমা নিয়ে তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে আমার লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। যতটুকু জানতে পেরেছি, ধাওয়া দিতে গিয়ে জলিল মাদবর গ্রুপের আহত ওই লোকটা বোমা নিয়ে রাস্তার পাশে পড়ে গিয়েছিল। এরপর বোমা বিস্ফোরণ হয়ে সে আহত হয়েছে। বিলাশপুরের ১৮ টি গ্রামের প্রতিনিধি আমি। ইউনিয়নে মারামারি হলে আমার তো কোনো লাভ নেই, কারণ আমি জনপ্রতিনিধি। ভালো মন্দ দেখতে গেলে যদি বদনাম হয়, তাহলে তো কিছু করার নেই।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বোমা বিস্ফারণ হয়ে সজিব নামে এক যুবক আহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী দুদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আবহাওয়া অফিস

ঘণ্টায় হাজার গাছের সঙ্গে কোলাকুলি করে বিশ্ব রেকর্ড

বগুড়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ট্রাকচাপায় ভ্যানের যাত্রীসহ নিহত ৩

চাঁদপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

তীব্র গরমে অতিষ্ঠ গুচ্ছের পরীক্ষার্থী ও অভিভাবকরা

ফেনীতে বৃষ্টির আশায় কাঁদল মুসল্লিরা

শিরোপায় একহাত রেখে গর্বিত আনচেলত্তি

১০

ডিআরইউর নিন্দা

১১

বৃষ্টি কামনায় মোহাম্মদপুরে বিশেষ মোনাজাত

১২

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বিডব্লিউএবির মধ্যে সমঝোতা স্মারক সই

১৩

রাজবাড়ীতে মিলছে না পানি

১৪

গাছ লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চায় ছাত্রলীগ

১৫

হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষের জন্য বড় সুযোগ : প্রতিমন্ত্রী

১৬

বায়ুদূষণের শীর্ষে কাঠমান্ডু, ঢাকার অবস্থান কত?

১৭

কলকাতা-পাঞ্জাবের ম্যাচে রেকর্ডের পর রেকর্ড

১৮

দাম ভালো হওয়ায় তিল চাষে ঝুঁকছে কৃষকরা

১৯

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

২০
*/ ?>
X