ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দিবসে হাসপাতালে আলোকসজ্জা না করায় শোকজ

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শামিম আহমেদ। ছবি : সংগৃহীত
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শামিম আহমেদ। ছবি : সংগৃহীত

ঝালকাঠি সদর হাসপাতালে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করায় হাসপাতালের তত্ত্বাবধায়ক শামিম আহমেদকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল স্বাক্ষরিত চিঠিতে জাতীয় দিবস যথাযথভাবে পালন না করা প্রসঙ্গের কথা উল্লেখ করে বলা হয়, গত ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ঝালকাঠি হাসপাতালে কোনো আলোকসজ্জা করা হয়নি। টানানো হয়নি ব্যানার।

জাতীয় দিবসে সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, কী কারণে যথাযথভাবে জাতীয় দিবস পালন করা হয়নি, তার সুস্পষ্ট জবাব তিন কর্মদিবসের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ককে দিতে হবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শামিম আহমেদ বলেন, আমার কথা হাসপাতালের কেউ শোনে না। আমি তাদের ডাকলে বা চিঠি দিলেও কেউ আসে না। সবাই সিভিল সার্জনের কথা শোনে। তার কথা মতো সবাই চলে। আমার কথা কেউ শোনে না। আমার একার পক্ষে তো আলোকসজ্জা করা সম্ভব না। আমাকে যদি সবাই সাহায্য করে তাহলে সম্ভব। আমি একা কেমন করে করব।

তিনি আরও বলেন, যদি আমার ক্ষমতা থাকত তাহলে আমি এখান থেকে বদলি হয়ে চলে যেতাম। আমি এর আগে সব প্রোগ্রামে গেছি এবং হাসপাতালে পালন করছি। বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আমি কর্মচারী নিয়ে একা গিয়ে ফুল দিয়ে আসছি সেই ছবিও আমার কাছে আছে। আমি সবাইকে ডেকেছি কিন্তু কেউ আমার সঙ্গে যায়নি।

ঝালকাঠির সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তো তার প্রতিষ্ঠানের প্রধান না। হাসপাতালের প্রধানের কথা না শুনে আমার কথা কেন শুনবে। আমি হাসপাতালের সবাইকে প্রোগ্রামের কাজ করতে নিষেধ করছি এ রকম কোনো প্রমাণ তিনি দিতে পারবেন? তিনি দুর্নীতিবাজ লোক। তিনি সব মিথ্যা কথা বলে। হাসপাতালে জাতীয় দিবসে আলোকসজ্জা না করার বিষয়টি আমি জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘অ্যালামনাই রিকানেক্ট’ অনুষ্ঠিত

আইএবি অ্যাওয়ার্ডস পেলেন যারা

এল নিনোর কারণেই বাংলাদেশে এত গরম!

সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত?

হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

ব্যাংকক থেকে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনাজপুরে নিহত ১

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১১

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১২

২৯ এপ্রিল : নামাজের সময়সূচি

১৩

বনভূমি সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

১৪

রাতে চা-বিড়ির দোকান বন্ধ রাখার নির্দেশ

১৫

১৫৫ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়

১৬

তাপপ্রবাহে শিক্ষার্থীরা মাঠে-ঘাটে ঘোরার চেয়ে ক্লাস নিরাপদ: শিক্ষামন্ত্রী

১৭

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতির মেয়াদ না বাড়াতে আইএমএফের পরামর্শ 

১৮

চেন্নাইয়ের জয়ে ফেরার ম্যাচে মোস্তাফিজের ২ উইকেট

১৯

নবনিযুক্ত রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

২০
*/ ?>
X