রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় দক্ষিণের পথে ভোগান্তির আশঙ্কা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট মহাসড়ক। ছবি : কালবেলা
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট মহাসড়ক। ছবি : কালবেলা

দক্ষিণবঙ্গের প্রবেশপথ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। আর এ ঘাট দিয়েই পবিত্র ঈদুল ফিতরে দক্ষিণের ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে বলে মনে করছেন যাত্রী ও চালকরা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে খানাখন্দে ভরা। আর সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরে মহাসড়ক সংস্কারের কাজ করা হবে।

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের বেহাল দশা। তবু যেন দেখার কেউ নেই। সংস্কারের অভাবে ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে মহাসড়ক দিয়ে যানবাহন চলাচলে ঘটছে দুর্ঘটনা। উঁচু-নিচু ঢালু ও খানাখন্দে পরিণত হয়েছে মহাসড়ক। ফেরি থেকে যানবাহন নামার পর ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলে প্রতিনিয়ত চালকরা পড়ছেন দুর্ভোগে। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ ও যানবাহনের চাপ বাড়বে এ মহাসড়কে। ঈদের আগে এখনো সড়ক সংস্কারের কোনো কাজ করা হয়নি। দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঈদের আগে দ্রুতই মহাসড়ক সংস্কারের কাজ করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আর সেই সঙ্গে ঈদের আগে মহাসড়ক সংস্কারের দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা। তবে দীর্ঘদিন ধরে মহাসড়কের এমন বেহাল দশা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কোনো নজর নেই!

লুৎফর হোসেন নামের এক চালক কালবেলাকে বলেন, গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত মহাসড়কের অবস্থা খুব খারাপ। ঈদের আগে যদি সড়কটি সংস্কার করা না হয় তাহলে চালকদের দুর্ভোগে পড়তে হবে। বর্তমানে এখান দিয়ে গাড়ি চালানো অনুপযোগী হয়ে পড়েছে। ঈদের আগে সড়কটি সংস্কার করা দরকার।

সুজন সরদার নামের এক যাত্রী কালবেলাকে বলেন, ঘাট দিয়ে আমরা যাতায়াত করি। তবে মহাসড়কের অবস্থা খুবই নাজেহাল। এ সড়ক দিয়ে চলাচলে খুবই কষ্ট হয় আমাদের। ঈদের সময় আরও বেশি কষ্ট বাড়বে। তাই খুব তাড়াতাড়ি সংস্কার করা জরুরি।

সালাম মন্ডল নামের স্থানীয় বাসিন্দা কালবেলাকে বলেন, মহাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কারও নজরে এটি পড়ে না। আর অল্প কিছুদিন পরেই ঈদ। ঈদের আগে যদি সড়কটির সংস্কার না হয় তাহলে যাত্রী চালকরা ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়বে। এ বিষয়টি কর্তৃপক্ষের নজরে থাকা দরকার।

তবে এ বিষয়ে হতাশার কথা জানিয়ে রাজবাড়ী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. নওয়াজিস রহমান বিশ্বাস কালবেলাকে জানান, যেটা সত্য কথা ঈদের আগে সম্ভাবনা নাই। ঈদের আগে মহাসড়কটি সংস্কার করা সম্ভব হবে না। ঈদের মধ্যে যানবাহন যাতায়াত যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমাদের যে কাজগুলো আছে সেগুলো চেষ্টা করব। ঈদের পরে সংস্কারের কাজ করা হবে। তবে ঈদে ঘরমুখো মানুষের চলাচলের উপযোগী করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১০

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১১

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১২

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৩

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৪

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৫

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৬

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৭

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৮

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৯

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

২০
X