রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় দক্ষিণের পথে ভোগান্তির আশঙ্কা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট মহাসড়ক। ছবি : কালবেলা
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট মহাসড়ক। ছবি : কালবেলা

দক্ষিণবঙ্গের প্রবেশপথ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। আর এ ঘাট দিয়েই পবিত্র ঈদুল ফিতরে দক্ষিণের ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে বলে মনে করছেন যাত্রী ও চালকরা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে খানাখন্দে ভরা। আর সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরে মহাসড়ক সংস্কারের কাজ করা হবে।

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের বেহাল দশা। তবু যেন দেখার কেউ নেই। সংস্কারের অভাবে ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে মহাসড়ক দিয়ে যানবাহন চলাচলে ঘটছে দুর্ঘটনা। উঁচু-নিচু ঢালু ও খানাখন্দে পরিণত হয়েছে মহাসড়ক। ফেরি থেকে যানবাহন নামার পর ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলে প্রতিনিয়ত চালকরা পড়ছেন দুর্ভোগে। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ ও যানবাহনের চাপ বাড়বে এ মহাসড়কে। ঈদের আগে এখনো সড়ক সংস্কারের কোনো কাজ করা হয়নি। দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঈদের আগে দ্রুতই মহাসড়ক সংস্কারের কাজ করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আর সেই সঙ্গে ঈদের আগে মহাসড়ক সংস্কারের দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা। তবে দীর্ঘদিন ধরে মহাসড়কের এমন বেহাল দশা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কোনো নজর নেই!

লুৎফর হোসেন নামের এক চালক কালবেলাকে বলেন, গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত মহাসড়কের অবস্থা খুব খারাপ। ঈদের আগে যদি সড়কটি সংস্কার করা না হয় তাহলে চালকদের দুর্ভোগে পড়তে হবে। বর্তমানে এখান দিয়ে গাড়ি চালানো অনুপযোগী হয়ে পড়েছে। ঈদের আগে সড়কটি সংস্কার করা দরকার।

সুজন সরদার নামের এক যাত্রী কালবেলাকে বলেন, ঘাট দিয়ে আমরা যাতায়াত করি। তবে মহাসড়কের অবস্থা খুবই নাজেহাল। এ সড়ক দিয়ে চলাচলে খুবই কষ্ট হয় আমাদের। ঈদের সময় আরও বেশি কষ্ট বাড়বে। তাই খুব তাড়াতাড়ি সংস্কার করা জরুরি।

সালাম মন্ডল নামের স্থানীয় বাসিন্দা কালবেলাকে বলেন, মহাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কারও নজরে এটি পড়ে না। আর অল্প কিছুদিন পরেই ঈদ। ঈদের আগে যদি সড়কটির সংস্কার না হয় তাহলে যাত্রী চালকরা ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়বে। এ বিষয়টি কর্তৃপক্ষের নজরে থাকা দরকার।

তবে এ বিষয়ে হতাশার কথা জানিয়ে রাজবাড়ী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. নওয়াজিস রহমান বিশ্বাস কালবেলাকে জানান, যেটা সত্য কথা ঈদের আগে সম্ভাবনা নাই। ঈদের আগে মহাসড়কটি সংস্কার করা সম্ভব হবে না। ঈদের মধ্যে যানবাহন যাতায়াত যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমাদের যে কাজগুলো আছে সেগুলো চেষ্টা করব। ঈদের পরে সংস্কারের কাজ করা হবে। তবে ঈদে ঘরমুখো মানুষের চলাচলের উপযোগী করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

১০

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

১১

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

১২

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১৩

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১৪

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১৫

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৬

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৭

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৮

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৯

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

২০
X