নীলফামারীর ডিমলা উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ৪নং খগাখরিবাড়ী ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম, ৫নং গয়াবাড়ী ইউনিয়নের মো. আমজাদ হোসেন সরকার, ৯নং টেপাখরিবাড়ী ইউনিয়নের মো. রফিকুল ইসলাম।
জানা যায়, ডিমলা উপজেলায় তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রায় নয়জন নেতা নৌকা প্রতীকের জন্য আবেদন করলেও যাচাই-বাছাইয়ের পর এই তিনজনকে মনোনীত করেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
দলটির নেতারা মনে করেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই এক হয়ে কাজ করবেন। তাই প্রার্থীরা শতভাগ আশাবাদী জনগণের ভোটের মাধ্যমে তিনটি ইউনিয়নেই নৌকা প্রতীক নিয়ে তারা বিজয়ী হবেন।
গত ৩১ মে এই তিন ইউনিয়নের নাম তালিকায় প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী এই তিনটি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ১৯ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আগামী ১৭ জুলাই হবে তিনটি ইউনিয়নের নির্বাচন। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
মন্তব্য করুন