বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় বেধড়ক পিটুনি, কারাগারে ছাত্রলীগ নেতা

কারাগারে নেওয়া হচ্ছে ছাত্রলীগ নেতা অনিককে। ছবি : কালবেলা
কারাগারে নেওয়া হচ্ছে ছাত্রলীগ নেতা অনিককে। ছবি : কালবেলা

পিরোজপুরে চাঁদা না দেওয়ায় মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. খুরশীদ আলমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় অনিক নামের এক যুবককে হাজতে পাঠিয়েছেন আদালত। অনিরুজ্জামান অনিক জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অনিককে গ্রেপ্তার করে। অনিক জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. খুরশীদ আলম রায়হান বিকেল ৫টার দিকে পিরোজপুর এলজিইডিতে ঠিকাদারি ব্যবসার কাজ শেষে বের হন। এ সময় এলজিইডির সামনের বাইপাস সড়কে অনিকসহ ওঁৎ পেতে থাকা ২২-২৩ জন সংঘবদ্ধভাবে রায়হানের ওপর চড়াও হয়।

এ সময় রায়হানকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে ১৫ লাখ টাকা না দিয়ে পিরোজপুর আসছ ক্যান বলে চেঁচামেচি করতে থাকে অনিক। তাকে খুন করার কথা বলে অনিক পিস্তলের বাঁট দিয়ে মাথায়, ঘাড়ে ও কানের ওপর আঘাত করলে জখম হয় এবং চাঁদার টাকা পরিশোধের কথা বলে।

চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অনিকের সঙ্গে থাকা সংঘবদ্ধ দল জিআই পাইপ, লাঠিসোঠা দিয়ে রায়হানের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারতে থাকে। এক সময় মামলার ২নং আসামি ইয়াসিন সিকদার রামদা দিয়ে কোপ দিলে রায়হান নিস্তেজ হয়ে পড়ে।

রায়হানকে মৃত ভেবে তার পকেটে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে সবাই সটকে পড়ে। এ সময় রায়হানের সঙ্গে থাকা মামলার সাক্ষীরা প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রমজান আলী উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গুরুতর আহত ঠিকাদার জানান, আমি বিভিন্ন সময়ে মোট ১০ লাখ টাকা অনিককে দিয়েছি। কিন্তু কিছুদিন ধরে আরও পাঁচ লাখ টাকা দাবি করে আসছে। আমি এ টাকা দিতে অস্বীকৃতি জানালে অনিক তার দলবল নিয়ে আজ সংঘবদ্ধ এ হামলা চালায়।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. খুরশীদ আলম রায়হানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনার মামলা ১নং আসামি অনিরুজ্জমান অনিককে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১০

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১১

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১২

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৩

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৪

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৫

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৬

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৭

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৮

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৯

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

২০
X