কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জলদস্যুদের হাতে আটক নাজমুলের মায়ের আকুতি

নাজমুলের ছবি হাতে মা নার্গিস খাতুন ও বাবা আবু শামা শেখ। ছবি : কালবেলা
নাজমুলের ছবি হাতে মা নার্গিস খাতুন ও বাবা আবু শামা শেখ। ছবি : কালবেলা

গত কোরবানির ঈদ নাজমুলকে সঙ্গে নিয়েই কেটেছে। সেই ঈদে গরু কোরবানি দিয়ে কত আনন্দই না করেছিল আমার ছেলে। এই ঈদে আমার নাজমুল কাছে নেই। আমি কীভাবে ছেলেকে ছাড়া ঈদ করব। আমার ছেলে ঈদের দিন কী খাবে, নতুন জামা পরতে পারবে কি না।

আল্লাহ তুমি আমার বুকের মানিককে আমার কোলে ফিরিয়ে দাও। তুমি আমাকে নিয়ে নাও। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করি, আমার বুকের ধনকে এনে দেন, আপনার জন্য আমি দোয়া করব। আল্লাহ যেন আপনাকে আরও হায়াত দান করেন।

শনিবার (৬ এপ্রিল) এভাবেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন সোমালি জলদস্যুদের হাতে আটক এমভি আব্দুল্লাহর নাবিক নাজমুলের মা নার্গিস খাতুন।

নার্গিস খাতুন কালবেলাকে বলেন, জলদস্যুরা যেদিন আমার ছেলেসহ ২৩ জনকে আটক করে তখন খোঁজখবর নিতে সরকারি লোক এবং চেয়ারম্যান এসেছিল। এরপর ২৩ দিন পার হয়ে গেলেও আমাদের ছেলেকে ছাড়া আমরা কীভাবে দিন পার করছি, সামনে ঈদ কীভাবে পার করব কেউ খোঁজখবর নেয়নি।

তিনি বলেন, শুধু শিপিং অফিস থেকে মাঝেমধ্যে ফোন করে বলে চিন্তা করবেন না, নাজমুল ভালো আছে। ছেলের চিন্তা করতে করতে আমি এবং নাজমুলের বাবা দুজনই অসুস্থ হয়ে পড়েছি। আমাদের দেখার কেউ নেই। আমরা নাজমুলকে ছাড়া কীভাবে দিন পার করছি কেউ জানে না।

নাজমুলের বাবা আবু শামা শেখ বলেন, আমি কাজ করতে পারি না, অস্থির হয়ে যাই। ছেলের আয়ের উপরেই চলে সংসার। একমাত্র ছেলে আমার ভাঙা ঘরে থাকে। এবার সে ১০ মাসের জন্য গেছিল। ফিরে এসে ঘর করার কথা ছিল। জানি না আল্লাহ কি করে। ছেলেকে আর দেখতে পাব কিনা। ওর কিছু হলে আমরা শেষ হয়ে যাব।

নাজমুলের প্রতিবেশী শাহ্ আলম বলেন, নাজমুল আটক হওয়ার পর খুবই কষ্টে পরিবারটি দিন পার করছে। আমাদের উপজেলা প্রশাসন সেই ২৩ দিন আগে একবার এসেছিল। পরে কেউ তাদের কোনো খোঁজখবর নেয়নি। এই সময়ে পরিবারটির পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন সুলতানা কালবেলাকে বলেন, নাজমুলের পরিবারের আর্থিক অবস্থা খারাপ আমাকে কেউ জানায়নি কিংবা ওনারাও আমার কাছে আসেনি। এসিল্যান্ড প্রথম দিন গিয়েছিল। আমি ব্যস্ত থাকায় এতদিন যেতে পারিনি। আগামীকাল ঈদ উপহার নিয়ে যাব নাজমুলের বাড়িতে। সেখানে গিয়ে যদি আর্থিক সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তখন ব্যবস্থা নেওয়া হবে।

গত ১২ মার্চ সোমালি জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ জন নাবিক। এদের মধ্যে বন্দি আছেন জাহাজের ক্রু হিসেবে চাকরি পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দের নাজমুল হাসান। জাহাজটি অপহরণের পর থেকে নাজমুলের ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছেন মা-বাবা, বোন ও আত্মীয়স্বজনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার জন্য গঠিত বোর্ড অব পিসে আমন্ত্রণ পেলেন যারা

লামিন বনাম রিয়াল: স্পেন শিবিরে বাড়ছে অস্বস্তি

রক্ত লাগলে রক্ত দেব: সারজিস

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের দেখাশোনার জন্য বিশেষ বিভাগ খুলবে’

চবি ২৮ ব্যাচের ফুটবল উৎসব অনুষ্ঠিত

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের 

‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’-এর শীতবস্ত্র বিতরণ

এইচএসসি পাসেই আবুল খায়ের গ্রুপে বড় নিয়োগ

শীত আবার বাড়বে কি না জানাল আবহাওয়াবিদ

১০

দুই জোড়া ভাইকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

১১

আগামী ৫ দিন কেমন থাকবে শীত

১২

নুরুদ্দিন অপুর উপহারের ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১৩

মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা

১৪

‘গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নাই, তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে’

১৫

ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি

১৬

যে গ্রামে দোকান চলে দোকানদার ছাড়াই

১৭

গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান 

১৮

এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বললেন কঙ্গনা

১৯

তিন ইস্যুতে ইসি ঘেরাও ছাত্রদলের

২০
X