সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে যাত্রী নেই, গাড়ির চাপ কম

সাভারে এভাবেই মহাসড়ক প্রায় ফাঁকা দেখা যায়। ছবি : কালবেলা
সাভারে এভাবেই মহাসড়ক প্রায় ফাঁকা দেখা যায়। ছবি : কালবেলা

ঢাকার সাভারের তিন মহাসড়কে ঈদযাত্রায় যাত্রীর চাপ দেখা যায়নি। এমনকি স্বাভাবিক দিনের বাইরে গাড়ির চাপও নেই। তবে যেগুলো চলছে, সেগুলোকে দ্রুতগতিতে ছুটতে দেখা গেছে।

রোববার (০৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে এসব চিত্র দেখা যায়।

এর মধ্যে সাভারের আমিনবাজার, সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, বাইপাইল, আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় সব স্ট্যান্ডেই স্বাভাবিক দিনের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বাস অপেক্ষমাণ রয়েছে। দীর্ঘক্ষণেও যাত্রী দিয়ে গাড়ি ভর্তি করতে পারেননি বলে জানান পরিবহন শ্রমিকরা।

নবীনগরে সেলফি পরিবহনের শ্রমিক শাজাহান মিয়া। পাটুরিয়াগামী বাসের জন্য যাত্রী ডাকছিলেন তিনি। জানান, প্রায় ৪৫ মিনিটেও অর্ধেকও সিট পূরণ হয়নি। একই রুটের নীলাচল, ভিলেজ লাইন বাসও যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায়।

পরিবারকে বাড়ি পাঠাতে বাইপাইল বাসস্ট্যান্ডে এসেছেন আব্দুর রহিম। বাস না ছাড়ায় পরিবারের সঙ্গেই অপেক্ষা করছিলেন তিনি। তিনি বলেন, এখনও অফিস ছুটি হয়নি। তবে পরিবারকে আগেই পাঠাচ্ছি। যাতে পরে ভিড়ে না পড়ি।

পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, পোশাক কারখানাসহ সরকারি-বেসরকারি কারখানা ও প্রতিষ্ঠান ছুটি হলে যাত্রীর চাপ বাড়তে পারে।

নীলাচল পরিবহনের বাস চালক আমিনুর রহমান বলেন, গত দুই তিন ধরে যাত্রী বেড়েছে। তবে সব যাত্রী এখনও আসছে না। আগামী এক দুই দিনে যাত্রীর চাপ বাড়বে।

এদিকে সড়কে যাত্রী ও গাড়ির চাপ কম থাকলেও যেগুলো চলছে সেগুলোকে দ্রুতগতিতে ছুটতে দেখা যায়। গাড়িগুলোকেও প্রতিযোগিতা করে চলাচল করতে দেখা গেছে। ধামরাইয়ে ওভারটেক করতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।

সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজট নেই। আমাদের পুলিশের কন্ট্রোল রুম কাজ করছে। মোবাইল ডিউটি, টহল পুলিশ, মোটরসাইকেল টহলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ কাজ করছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১০

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১১

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

১২

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১৩

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১৪

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

১৫

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১৬

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১৭

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১৮

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৯

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

২০
X