ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের মৃত্যুর পরে নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

নিহতের বাড়ি স্বজনদের উপস্থিতি। ছবি : কালবেলা
নিহতের বাড়ি স্বজনদের উপস্থিতি। ছবি : কালবেলা

ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন স্কুলছাত্র হাসিব মোল্যা। পরের দিন তার লাশ মেলে একটি খালের মধ্যে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে খাল থেকে হাসিবের লাশ উদ্ধার করে।

একই দিন সন্ধ্যায় হাসিবের মা হেলেনা বেগমও (৪৫) মারা যান।

সরেজমিনে শনিবার (১৩ এপ্রিল) বিকেলে হাসিবের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় গেলে পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

হাসিব মোল্যা (১৮) পূর্ব সদরদীর বাস্তখোলা এলাকার ফরহাদ হোসেন মোল্যার ছেলে। তবে, হাসিবের পরিবার জীবিকার তাগিদে দীর্ঘ বছর ধরে ঢাকায় বসবাস করে। বাবা ফরহাদ একটি প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। হাসিব ডেমরা এলাকার একটি স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করত।

স্কুলছাত্র হাসিব মোল্যার পরিবার জানায়, হাসিব বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ডেমরার সারুলিয়ার বাসা থেকে ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলে না। পরদিন শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মারা যান হাসিবের মা। অতঃপর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে ডেমরার একটি খালের মধ্যে থেকে হাসিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে ছেলের লাশ উদ্ধার, অন্যদিকে মায়ের মৃত্যুর খবরে হাসিবের পুরো পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোক নেমেছে হাসিবের গ্রামের বাড়ি ভাঙ্গার সদরদীতেও।

হাসিবের চাচা মো. বিপ্লব মোল্যা জানান, হাসিবকে তার বন্ধুরা ডেকে নিয়ে হত্যা করে খালে ফেলে রেখে গেছে। আমরা এ হত্যার বিচার চাই।

পুলিশ জানায়, হাসিবরা তিন বন্ধু মিলে মদ খেতে একসঙ্গে বের হয়। পরে রাতে একটি বাড়িতে মদপানও করে তারা। অতঃপর রাতেই হাসিব সেই বাড়ি থেকে বের হয়। হেঁটে আসার সময় হাসিব একটি ব্রিজের ওপর বসলে হয়তো নিচে পড়ে গিয়ে মারা গেছে সে।

ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ডেমরার একটি খাল থেকে হাসিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এরইমধ্যে এ সংক্রান্ত কিছু সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছি।

ওসি আরও বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রিপোর্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। আপাতত থানাতে একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। প্রয়োজনে রিপোর্ট সাপেক্ষে এটাকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১০

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১২

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৩

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৪

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৫

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৬

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৭

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৮

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৯

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

২০
X