সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মিয়া হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের লামাসানীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন, মিয়া হোসেনের ছেলে মানিক মিয়া (৩৫), জসীম উদ্দিন (২৭), মনির হোসেন (২৫) ও জাবেদ হোসেন (২২)।
জানা যায়, হেলাল উদ্দিনের জমির ধান খাওয়াকে কেন্দ্র করে হেলাল উদ্দিনের লোকজন ও মিয়া হোসেনের ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মিয়া হোসেন (৬৫) মারা যান।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শক করেন ছাতক-দোয়ারাবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক।
তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে মিয়া হোসেন কারও আঘাতে মারা গেছেন কিনা সে বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ শনাক্ত করা যাবে।
মন্তব্য করুন