রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
উদ্বিগ্ন এলাকার মানুষ

প্রেমতলীতেই ফিরলেন সেই পুলিশ পরিদর্শক

আবদুল বারী। ছবি : সংগৃহীত
আবদুল বারী। ছবি : সংগৃহীত

তিন বছর আগে সেবাপ্রার্থীদের গালাগাল, অহেতুক মারধরসহ নানা অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বদলি করা হয় পরিদর্শক আবদুল বারীকে। তিন বছর পর সেই বারীই আবার ফিরেছেন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ।

সম্প্রতি রাজশাহীর এসপি এ বি এম মাসুদ হোসেন এক আদেশে আবদুল বারীকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে বদলি করেন। এর আগে তিনি পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। বদলির আদেশের পর রোববার (১৬ জুলাই) সকালে আবদুল বারী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছান। তিন বছর আগে যারা বারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তারা এখন উদ্বিগ্ন হয়ে উঠেছেন।

প্রেমতলী বাজারে ২০২০ সালের এপ্রিলে পুলিশের নির্যাতনের শিকার হওয়া স্থানীয় যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাদশা বলেন, ‘ করোনার সময় এলাকার এক ব্যক্তি বাইরে থেকে এসে কোয়ারেন্টাইন মানছিলেন না। বিষয়টি তদন্ত কেন্দ্রে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ জন্য আমি এসপিকে ফোন করে বলেছিলাম। তৎকালীন এসপি দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এতেই ক্ষুব্ধ হয়েছিলেন ইনচার্জ আবদুল বারী। তিনি তিনজন এএসআইকে দিয়ে আমাকে কৌশলে ডেকে সবার সামনে মারধর করেন।’

সে সময় বাদশাকে পেটানোর বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্ত কেন্দ্র থেকে তিনজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়।

২০২০ সালের ২৪ জুলাই ফরাদপুর গ্রামের আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি তৎকালীন এসপি মো. শহিদুল্লাহর কাছে লিখিত অভিযোগ করে জানান, তিনি একটি কাজে প্রেমতলী পুলিশ ফাঁড়িতে গেলে পরিদর্শক আবদুল বারী তাকে গালাগাল করেন। এ ছাড়া তিনি এলাকার আরও অনেকের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার করে থাকেন।

এই অভিযোগ পড়ার পর বিষয়টির তদন্ত হয়। তদন্তে বারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলে। এ কারণে তাকে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। পরে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও করা হয়। ভুক্তভোগীরা মনে করছেন, তিন বছর আগে বারীর বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তাদের শায়েস্তা করতে তিনি আবার তদবির করে এই পুলিশ তদন্ত কেন্দ্রে ফিরেছেন। এতে তারা সবাই উদ্বিগ্ন।

যে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার হয়েছিলেন, সেখানে আবার এই বিতর্কিত পুলিশ কর্মকর্তাকে পাঠানোর বিষয়ে জানতে চাইলে রাজশাহীর এসপি এ বি এম মাসুদ হোসেন বলেন, ‘বারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল, সে শাস্তিও পেয়েছেন। আইনে তো বলা নেই—যেখান থেকে প্রত্যাহার হয়েছিল সেখানে আর যেতে পারবে না। এলাকার যারা বারীর কারণে ভয় পাচ্ছে, তারা আমার কাছে এলে ভয় দূর করে দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

ফিরে এসেই জাংকুকের বাজিমাত

ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড

ডাকসুর ভোটকেন্দ্র ৬ জায়গায়

হাতের নখ বড় রাখা নিয়ে যা বলছে ইসলাম

সীমান্তে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি চোরাকারবারি : বিজিবি

গুগল ক্রোম ও এজ ব্যবহারকারীদের জন্য ‘রেড অ্যালার্ট’ পরিস্থিতি

ম্যানচেস্টার টেস্টের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা

ঋণের চাপে নিজেকে শেষ করলেন যুবক

জুলাই হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে

১০

বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল আয়োজকরা

১১

মারা গেলেন অস্কারজয়ী গীতিকার অ্যালান বার্গম্যান

১২

আইএফআইসি ব্যাংকে টিএসও পদে নিয়োগ শুরু

১৩

গ্রামবাংলার জনপ্রিয় হাডুডু খেলা দেখতে জনতার ঢল

১৪

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৫

টেবিলে বই খোঁজার সময় শিশুর কপালে সাপের কামড়

১৬

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে ইন্টার মায়ামির বড় জয়

১৭

গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া!

১৮

২০ জুলাই : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১৯

হঠাৎ মার্কেট আউট পালসার এন১৫০

২০
X