গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) আইসিবি ও বঙ্গবন্ধু পরিষদ, আইসিবি শাখার উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
পরবর্তীতে অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বই এ স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ, আইসিবি শাখার সদস্য ও সাবসিডিয়ারি কোম্পানি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্পোরেশনের মহাব্যবস্থাকরা এবং আইসিবি কর্মকর্তা সমিতি ও আইসিবি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা।
মন্তব্য করুন