সিলেটের বিশ্বনাথ সদরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা সদরের পুকুরের এ ঘটনা ঘটেছে। তারা সম্পর্কে দুজনেই ফুফাতো-মামাতো ভাই।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী।
পানিতে ডুবে মৃত্যুরা হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও একই গ্রামের টিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)।
জানা যায়, রিহান ও রুহান তারা পরিবারের সঙ্গে বিশ্বনাথ পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের চানসিরকাপন গ্রামের একটি কলনিতে ভাড়া বাসায় থাকতেন। উভয়ের পিতা দিনমজুর।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে উপজেলা সদরের পুকুরে পানিতে রিহান ও রুহান নেমে পড়ে। একপর্যায়ে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। কিছু সময় পরে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন