আতিকুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ
উপজেলা নির্বাচন

বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন কুমিল্লার যে উপজেলার সব প্রার্থী

চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আহমেদ নিয়াজ পাবেল ও ভাইস চেয়ারম্যান (নারী) প্রার্থী হোসনেয়ারা বকুল (বা থেকে ডানে)। ছবি : সংগৃহীত
চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আহমেদ নিয়াজ পাবেল ও ভাইস চেয়ারম্যান (নারী) প্রার্থী হোসনেয়ারা বকুল (বা থেকে ডানে)। ছবি : সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সব প্রার্থী। রোববার (২১ এপ্রিল) শেষদিন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র জমা দেন।

এদিন চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদে আহাম্মেদ নিয়াজ পাবেল ও নারী ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হোসেনেয়ারা বকুল মনোনয়নপত্র জমা দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হওয়ার পথে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ে টিকে গেলে তিনজনকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, দ্বিতীয় ধাপে কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় নির্বাচন হচ্ছে। ২১ এপ্রিল অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন চেয়ারম্যান পদে বরুড়ায় পাঁচজন, সদর দক্ষিণে চারজন ও আদর্শ সদরে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় চারজন, সদর দক্ষিণে সাতজন ও আদর্শ সদরে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় চারজন, সদর দক্ষিণে তিন জন ও আদর্শ সদরে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ২০১৪ সালে ১৯ মে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে আদর্শ সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. আবদুর রউফের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে ২০১৬ সালের ৬ মার্চ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের ১৮ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। তারা সবাই কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীনের অনুসারী। তিন প্রার্থীই আদর্শ সদর উপজেলার পশ্চিম এলাকার বাসিন্দা।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া কালবেলাকে বলেন, অনলাইনে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিন পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ের পর বৈধ হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় তিন পদে তিন প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হয়। এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল ইসলাম সেলিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ

অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহীর মরদেহ উদ্ধার

জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবর ইস্যুতে যা বললেন ফরহাদ মজহার

এক নজরে অস্কার মনোনয়ন

আইসিসিকে ‘তুলোধুনো’ করলেন উপদেষ্টা ফারুকী

মুসাব্বির হত্যা : আরেক ‘শুটার’ গ্রেপ্তার

১০

শুটিং ফেলে হঠাৎ কেন বাংলাদেশে শাকিব খান?

১১

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলন মাস্কের

১২

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

১৩

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

১৪

৩০ পার হলেই খাদ্যাভ্যাস বদলানো জরুরি, জানুন কেন

১৫

র‍্যাব সদস্য হত্যার পর প্রকাশ্যে হুমকি শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের

১৬

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

১৭

স্কটল্যান্ডকে যে ‘কৌশলে’ বিশ্বকাপ থেকে বাদ করল পাকিস্তান

১৮

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

১৯

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন আহমদ

২০
X