রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
আতিকুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ
উপজেলা নির্বাচন

বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন কুমিল্লার যে উপজেলার সব প্রার্থী

চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আহমেদ নিয়াজ পাবেল ও ভাইস চেয়ারম্যান (নারী) প্রার্থী হোসনেয়ারা বকুল (বা থেকে ডানে)। ছবি : সংগৃহীত
চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আহমেদ নিয়াজ পাবেল ও ভাইস চেয়ারম্যান (নারী) প্রার্থী হোসনেয়ারা বকুল (বা থেকে ডানে)। ছবি : সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সব প্রার্থী। রোববার (২১ এপ্রিল) শেষদিন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র জমা দেন।

এদিন চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদে আহাম্মেদ নিয়াজ পাবেল ও নারী ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হোসেনেয়ারা বকুল মনোনয়নপত্র জমা দেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হওয়ার পথে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ে টিকে গেলে তিনজনকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, দ্বিতীয় ধাপে কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় নির্বাচন হচ্ছে। ২১ এপ্রিল অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন চেয়ারম্যান পদে বরুড়ায় পাঁচজন, সদর দক্ষিণে চারজন ও আদর্শ সদরে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় চারজন, সদর দক্ষিণে সাতজন ও আদর্শ সদরে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় চারজন, সদর দক্ষিণে তিন জন ও আদর্শ সদরে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ২০১৪ সালে ১৯ মে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে আদর্শ সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. আবদুর রউফের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে ২০১৬ সালের ৬ মার্চ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের ১৮ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। তারা সবাই কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীনের অনুসারী। তিন প্রার্থীই আদর্শ সদর উপজেলার পশ্চিম এলাকার বাসিন্দা।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া কালবেলাকে বলেন, অনলাইনে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিন পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ের পর বৈধ হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় তিন পদে তিন প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হয়। এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল ইসলাম সেলিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১০

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১১

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১২

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৩

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৪

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৫

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৬

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৭

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৮

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

১৯

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

২০
X